Congress Twitter Locked: রাহুলের পর কংগ্রেসের অফিশিয়াল হ্যান্ডল ও নেতাদের অ্যাকাউন্ট ব্লক করল টুইটার
টুইটার ও কংগ্রেস (Photo Credits: Pixabay and Twitter)

নতুন দিল্লি, ১২ আগস্ট: প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর টুইটার (Twitter) অ্যাকাউন্ট ব্লক করার পর এবার জাতীয় কংগ্রেসের (Congress Party) অফিশিয়াল টুইটার হ্যান্ডল ব্লক করা হল৷ এই প্রসঙ্গে কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার প্রধান রোহন গুপ্তা বলেছেন, “জাতীয় কংগ্রেসের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট লক করে দেওয়া হয়েছে৷ এর আগেই কংগ্রেস নেতাদের টুইটার হ্যান্ডল ব্লক করা হয়েছে৷ বন্ধ করে দেওয়া হয়েছে ৫ হাজার পার্টি কর্মীর টুইটার অ্যাকাউন্ট৷” যুব কংগ্রেসের সভাপতি বিভি শ্রীনিবাস টুইটারে প্রশ্ন তুলেছেন, “প্রথমে রাহুল গান্ধীর অ্যাকাউন্ট, তারপর কংগ্রেস কর্মীদের অ্যাকাউন্ট, তারপর কংগ্রেস নেতাদের অ্যাকাউন্ট. আর এখন কংগ্রেসের অফিশিয়াল অ্যাকাউন্ট৷ টুইটারে একেবারে বিজেপির সংগঠন হিসেবে সামনে থেকে ব্যাটিং শুরু করেছে৷ আমরা এখনও ভারতেই আছি, নাকি উত্তর কোরিয়ায়?” আরও পড়ুন-75 Years of Independence: স্বাধীনতা দিবসের প্রাক্কালে মিলিটারি ব্যান্ডে ‘এ মেরে ওয়াতান কে লোগো’-র সুর, দেখুন ভিডিও

একদিন আগে কংগ্রেসের সাধারণ সম্পাদক অজয় মাকেনের অ্যাকাউন্টও ব্লক করেছে টুইটার৷ মাকেন নিজেই জানিয়েছেন, রাহুল গান্ধীকে সমর্থন করার জন্যা তাঁর অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে৷ তিনি বলেন, “এখন আমার অ্যাকাউন্ট লক হয়েছে৷ দলিত ও মহিলাদের উপরে অত্যাচারের বিরুদ্ধে রাহুল গান্ধীকে সমর্থন করেছিলাম৷ তবে আমি আশা রাখছি ভাল দিন আসছে৷ সেদিন কিন্তু আপনাকে ভয় পেলে চলবে না৷” কংগ্রেসর সূত্রের খবর, অজয় মাকেনের পাশাপাশি রণদীপ সিং সূরযেওয়ালা, মণিকম ঠাকুর, সুস্মিতা দেব ও  জিতেন্দ্র সিং আলওয়ারের অ্যাকাউন্টও ব্লক করেছে টুইটার৷

উল্লেখ্য, পুরোনো দিল্লিতে বছর নয়ের নাবালিকাকে ধর্ষণের পর খুন করে তড়িঘড়ি দাহ করা হয়েছিল ওল্ড নাঙ্গাল রোডের শ্মশানে৷ এই ঘটনায় নির্যাতিতার বাড়িতে যান রাহুল গান্ধী৷ এহেন নারকীয় অত্যাচারের যথাযথ তদন্তের দাবি তোলেন৷ এবং নাবালিকার বাবা মায়ের ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়৷ এরপরেই টুইটার রাহুল গান্ধীর অ্যাকাউন্ট ব্লক করে দিয়ে কারণ হিসেবে জানায়, নির্যাতিতার পরিবারের ছবি শেয়ার করে আইন লঙ্ঘন করেছেন কংগ্রেস নেতা৷ প্রথমে সাসপেন্ড পরে তাঁর অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়৷

২০১৫-তে টুইটার জয়েন করেন রাহুল গান্ধী৷ ১৯.৫ মিলিয় অনুগামী রয়েছে তাঁর৷ এদিকে দীর্ঘ সময় ধরে ব্লক রয়েছে অ্যাকাউন্ট৷ তাই আশা করা হচ্ছে, অনুগামীরা রাহুলের অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগে থাকবেন৷