দিল্লি, ৪ নভেম্বর: এলন মাস্কের হাতে ট্য়ুইটারের মালিকানা যাওয়ার পর সংস্থার ব্যাপক রদবদল আনছেন মার্কিন ধন কুবের। মাস্কের হাতে ট্যুইটারের মালিকানা যাওয়ার পর এবার বিশ্ব জুড়ে ব্যাপক কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে এলনের কোম্পানি। গোটা বিশ্বের বিভিন্ন জায়গার পাশাপাশি ভারতেও কর্মী ছাঁটাইয়ের পথে ট্যুইটার। রিপোর্টে প্রকাশ, শুক্রবার ভারতীয় সময় সাড়ে নটা নাগাদ ট্যুইটারের কর্মীদের কাছে কোম্পানির মেল আসতে পারে। সেই ইন্টারনাল মেল যাঁদের কাছে আসবে, তাঁদের চাকরি থাকবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। পাশাপাশি কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত ট্যুইটার ইন্ডিয়ার কর্মীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে।
সংবাদ সংস্থা আইএএনএসের খবর অনুযায়ী, ট্য়ুইটার ইন্ডিয়ার বেশ কিছু কর্মী শুক্রবার নিজেদের সিস্টেমে লগ ইন করেন। তবে লগ ইন করলেও, তাঁদের অ্যাকসেস বাতিল করা হয়। ফলে ট্যুইটার ইন্ডিয়ার য়ে কর্মীরা বর্তমানে ওয়ার্ক ফ্রম হোম করছেন, তাঁদের অ্যাকসেস বাতিল হওয়ার পর থেকে নতুন করে চাঞ্চল্য ছড়াতে শুরু করে। জানা যাচ্ছে, যাঁদের কাছে কোম্পানির মেল আসবে চাকরি থাকবে কি না সে বিষয়ে, তাঁদের ব্যক্তিগত ইমেলে নির্দেশ আসবে পরবর্তী পদক্ষেপের বিষয়ে।
আরও পড়ুন: Elon Musk: কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তে হুলুস্থূল ট্যুইটারে, তার মধ্যে ৬৪৩ কোটির নয়া বিমান এলন মাস্কের
জানা যাচ্ছে, মাস্কের কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তে ট্য়ুইটার ইন্ডিয়ার প্রায় ২০০ কর্মী চাকরি হারাতে পারেন। যাঁদের চাকরি থাকবে, তাঁরাও ভয় থেকে ছাড় পাবেন না। চাকরি কতক্ষণ থাকবে, সে বিষয়ে ভয় ক্রমাগত পিছু নিতে শুরু করবে বাকি কর্মীদের।