Tripura Assembly Election 2023 Photo Credit: Twitter@ANI

২২ মার্চ ২০২৩-এ শেষ হওয়ার কথা ত্রিপুরা বিধানসভার মেয়াদ। তাঁর আগেই ঘোষণা হয়ে গেল বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট। আগামী ১৬ ফেব্রুয়ারি হবে ত্রিপুরার ৬০ বিধানসভা আসনের জন্য ভোট। ত্রিপুরা বিধানসভার ৬০টি আসনে সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ৩১টি আসন।  ২০১৮ এর ফেব্রুয়ারিতে শেষ নির্বাচনে ৩৬ টি আসন পেয়ে  বামফ্রন্টকে(১৬টি আসন) পরাজিত করে ভারতীয় জনতা পার্টি রাজ্যে সরকার গঠন করে।  বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী হন।তবে  ১৪ মে ২০২২-এ মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন বিপ্লব কুমার দেবএবং মানিক সাহা নতুন মুখ্যমন্ত্রী হিসেবে তার স্থলাভিষিক্ত হন।

ত্রিপুরা ছাড়াও নাগাল্যান্ড ও মেঘালয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেখানে ২৭ ফেব্রুয়ারি ভোট গ্রহণ হবে। তিনটি রাজ্যেই ভোটের ফলাফল ঘোষণা হবে আগামী ২রা মার্চ।