
গার্ড কোচে ভুলবশত ঢুকে পড়েছিলেন কর্তব্যরত টিকিট চেকার। সেই কারণে ট্রেন থেকে নামতেই বেধড়ক মারধর করা হল ওই রেলকর্মীকে। মারধর করলেন খোদ জিআরপি কর্মীরা। বুধবার ঘটনাটি ঘটেছে প্রয়াগরাজে (Prayagraj Station)। আক্রান্ত টিকিট চেকারের নাম এমকে পোদ্দার। জানা যাচ্ছে, কার্যত থাপ্পড় মারতে মারতে তাঁকে প্লাটফর্মের বাইরে নিয়ে যায় অভিযুক্ত নিরাপত্তা কর্মীরা। যদিও শুধুই কি গার্ড কোচে ভুলবশত ঢুকে পড়ার কারণে এই মারধর, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছে রেল আধিকারিকরা।
জানা যাচ্ছে, আক্রান্ত টিকিট চেকার ১২২৯৩ মুম্বই এলটিটি-প্রয়াগরাজ দুরন্ত এক্সপ্রেসের দায়িত্বে ছিলেন। সূত্রের খবর, ট্রেনের মধ্যে থেকেই এক জিআরপি আধিকারিক ও এমকে পোদ্দারের মধ্যে কোনও একটি বিষয় নিয়ে বচসা হয়। সেই থেকে ঝামেলার সূত্রপাত। এদিকে প্রয়াগরাজ স্টেশনে ট্রেন ঢোকার আগেই অভিযুক্ত রেল পুলিশের কর্মী তাঁর সহকর্মীদের আগে থেকে ফোন করে প্লাটফর্মে চলে আসতে বলে।
দেখুন ভিডিয়ো
दुरंतो एक्सप्रेस के TTE MK पोदर को रेल गार्डों ने पीटा। TTE टिकट चेक करने गार्ड कोच में घुस गए। इसी बात पर गार्ड भड़क गए। ट्रेन जब प्रयागराज पहुंची तो गार्डों ने अपने साथी बुला लिए और TTE को थप्पड़ बरसाए। रेलवे ने मामले की जांच शुरू की। pic.twitter.com/qvGzx2QC3Q
— Sachin Gupta (@SachinGuptaUP) April 9, 2025
অভিযোগ, ট্রেন থামতেই টিকিট চেকারের ওপর হামলা চালায় রেল পুলিশের কর্মীরা। চড়, থাপ্পড় তাঁকে মারা হয়। এবং এই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল করা হয় সোশ্যাল মিডিয়ায়। ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নডেচড়ে বসে রেলের উর্ধ্বতন আধিকারিকরা। অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বস্তও করা হয়েছে।