আগরতলা, ২১ অগাস্ট: ত্রিপুরায় বড় ধাক্কা খেতে চলেছে তৃণমূল। ত্রিপুরায় তৃণমূলের রাজ্য সভাপতি সুবল ভৌমিক জোড়া-ফুল ছেড়ে যোগ দিতে চলেছেন পদ্মশিবিরে। আগরতলার বেশ কিছু স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ, তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিতে চলেছেন ত্রিপুরায় দিদির দলের রাজ্য সভাপতি সুবল ভৌমিক। যদিও এই ব্যাপারে স্থানীয় তৃণমূল নেতৃত্ব কিছু জানাতে রাজি হয়নি।
চলতি বছর এপ্রিলে সুবল ভৌমিককে তৃণমূলের রাজ্য সভাপতি করা হয়েছিল। আগামী বছর ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। তার আগে তৃণমূল শিবিরের কাছে এটা বড় ধাক্কা। বিপ্লব দেবকে সরিয়ে বিজেপি মুখ্যমন্ত্রী পদে মানিক সাহা-কে আনার পরেও পদ্মশিবির দারুণ জায়গায় নেই। তবে রাজ্যে সিপিএম-কংগ্রেসের বিকল্প হিসেবে এখনও ত্রিপুরায় নিজেদের প্রতিষ্ঠা করতে পারেনি তৃণমূল। আরও পড়ুন-মিজোরামের মুখ্যমন্ত্রীর মেয়ে চড়াও হলেন ডাক্তারের ওপর, ভাইরাল ভিডিও
দেখুন টুইট
Tripura: Trinamool Congress State President Subal Bhowmik to join BJP.#Tripura
— Democracy Times Network (@TimesDemocracy) August 21, 2022
সুবল ভৌমিক ত্রিপুরা তৃণমূলের সভাপতি হওয়ার পর থেকে দলে তুমুল অসন্তোষ তৈরি হয়েছিল। ২০২১ সালে ত্রিপুরায় পুর নির্বাচনে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পুরভোটে বাম-কংগ্রেসকে টপকে শতাংশের বিচারে দ্বিতীয় স্থান দখল করে তৃণমূল। কিন্তু চলতি বছর বিধানসভা উপনির্বাচনে একেবারে খারাপ ফল হয় তৃণমূলের। রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রেই জামানত জব্দ হয়েছিল জোড়া ফুল প্রার্থীদের। উপনির্বাচনে খারাপ ফল হওয়ার অন্যতম কারণ ছিল গোষ্ঠী কোন্দল। নিজের পছন্দের ব্যক্তিদের সব সুযোগ পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে সুবলের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে তোপ দেগে তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন স্থানীয় প্রভাবশালী নেতা বাপটু চক্রবর্তী।