Tripura Flood (Photo Credit: X)

দিল্লি, ২২ অগাস্ট: গোমতি নদীর জল বাড়ছে। ফলে ত্রিপুরায় (Tripura) ক্রমশ খারাপ হচ্ছে বন্যা (Flood) পরিস্থিতি। গত রবিবার থেকে এখনও পর্যন্ত ত্রিপুরায় অস্বাভাবিক বন্যার জেরে ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। সেই সঙ্গে ৩২ হাজার মানুষকে নিজের বাড়িঘর ছেড়ে অন্যত্র যেতে হয়েছে। ৩২ হাজার মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে আশ্রয় শিবিরে রয়েছেন বলে খবর। গত রবিবার থেকে এক নাগাড়ে বৃষ্টি এবং সেই সঙ্গে ভূমিধস (Landslide), যার জেরে ত্রিপুরার অবস্থা ক্রমশ খারাপ হতে শুরু করেছে। বৃষ্টি এবং ধসের জেরে রাজ্যে এখনও পর্যন্ত ৩৩০টি আশ্রয় শিবির গড়ে তোলা হয়েছে। সেখানেই দুর্গতরা আশ্রয় নিচ্ছেন বলে খবর।

অতিরিক্ত বৃষ্টির জেরে নদীর জল বেড়ে ত্রিপুরায় বন্যা পরিস্থিতি তৈরি হয়। ফলে ত্রিপুরায় বিপর্যয় মোকাবিলাকারী দল পৌঁছে সেখানকার মানুষকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যেতে শুরু করেন। তার মাঝেই ১০ জনের মৃত্যুর খবর মেলে।

প্রসঙ্গত বন্যা পরিস্থিতি ক্রমাগত খারাপ হতে শুরু করায়, উত্তর-পূর্বের এই রাজ্যে লাল সতর্কতা জারি করা হয়েছে।

দেখুন উদ্ধারকারী দল কীভাবে বন্যার হাত থেকে ত্রিপুরার মানুষকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন ক্রমাগত...