Manifesto in Tripura by Nadda Photo Credit: Twitter@ANI

ত্রিপুরার আগরতলায় ত্রিপুরা সুন্দরী মাতার মন্দিরে পুজো দিয়ে বিজেপি সভাপতি জেপি নাড্ডা আজ ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য দলের ইস্তেহার প্রকাশ করবেন। ২০১৮ সালে বাম্ফ্রন্টকে ক্ষমতা চ্যুত করে বিজেপি ক্ষমতা দখল করে ত্রিপুরায়। মাণিক সরকারকে হারিয়ে প্রথম অ-কংগ্রেসী অ-বামপন্থী মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন বিপ্লব দেব। তবে সরকারের মেয়াদ শেষ হবার আগেই তীব্র বিতর্কে জড়িয়ে থাকা বিপ্লব দেবকে মু়খ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয় বিজেপি। বর্তমানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।ত্রিপুরায় ভোট গ্রহণ করা হবে ২৭ ফেব্রুয়ারি। এর আগে এই রাজ্যে ১৬ ফেব্রুয়ারি ভোটগ্রহণের কথা ছিল।