BJP Manifesto Publish Photo Credit: Twitter@ANI

ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজ বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা আগরতলায় দলের ইস্তেহার প্রকাশ করলেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। বিজেপি সভাপতি জেপি নাড্ডা বলেছেন, 'সংকল্প পত্রের আলোচনার পাশাপাশি আমি এর গুরুত্ব নিয়েও আলোচনা করি। অন্য দল যদি কোনো ইস্তেহার আনে, তাহলে কেবল তাদের দলের লোকেরাই তাতে গুরুত্ব দেয় না, কিন্তু বিজেপি যখন প্রতিশ্রুতি দেয়, মানুষ তা বোঝে, বিজেপির ইস্তেহার কী হবে তা দেখার জন্য দেশের মানুষ অপেক্ষা করে।

 এবারের নবগঠিত রাজনৈতিক দল 'টিপরা মোথা' ত্রিপুরা বিধানসভা নির্বাচনে 'কিংমেকার' হিসাবে আবির্ভূত হতে পারে। এবার তারা কংগ্রেস-বামফ্রন্ট জোটের সাথে থাকবে এবং বিজেপি-ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা (IPFT) জোটের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে।

ইস্তেহার প্রকাশের আগে বিজেপি সভাপতি জে পি নাড্ডা এবং বর্তমান মুখ্যমন্ত্রী মাণিক সাহা উদয়পুরের গোমতিতে ত্রিপুরা সুন্দরী মন্দির পরিদর্শন করেন এবং প্রার্থনা করেন।