নতুন দিল্লি, ২৬ জুন: ত্রিপুরায় বিধানসভার উপনির্বাচনের চার আসনের ভোট গণনা চলছে। ক দিন আগে বিপ্লব দেবকে সরিয়ে মুখ্যমন্ত্রী পদে মানিক সাহাকে বসায় বিজেপি। মুখ্যমন্ত্রী মানিক বিধায়ক ছিলেন না, তাই বিধানসভার সদস্য হতে বরদোলুই টাউন উপনির্বাচনে প্রার্থী হয়েছেন মানিক সাহা। এখনও পর্যন্ত প্রায় ৪ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে বিজেপি-র মুখ্যমন্ত্রী মানিক সাহা। অন্যদিকে যুবরাজনগরেব বিজেপি প্রার্থী মালিনা দেবনাথ বড় জয়ের দিকে এগিয়ে চলেছেন। ইতিমধ্যেই তিনি ১৫ হাজারের বেশি ভোটের লিড নিয়ে ফেলছেন। সুরমা আসনে বিজেপি-র স্বপ্না দাস (পাল) ২১০৮ ভোটের ব্যবধানে এগিয়ে। তবে ত্রিপুরায় উপনির্বাচনে সবচেয়ে আগ্রহের আগরতলা কেন্দ্রে এগিয়ে কংগ্রেসেক সুদীপ রায় বর্মন। এখনও পর্যন্ত ৪১২৬ ভোটে এগিয়ে রয়েছেন সুদীপ।
চলতি বছর ফেব্রুয়ারিতে পুরভোটের আগে বিজেপি ছেড়ে নিজের পুরনো দল কংগ্রেসে ফিরেছিলেন সুদীপ। ক দিন আগে আগরতলায় ভোট প্রচারে গ িয়ে আক্রান্ত হয়েছিলেন সুপীদ রায় বর্মন। ত্রিপুরায় চারটি আসনেই তৃণমূলের প্রার্থী আছে। কিন্তু গণনার প্রাথমিক প্রবণতায় দেখা যাচ্ছে তৃণমূলের ফল তেমন ভাল হচ্ছে না।
দেখুন টুইট
Tripura Assembly by-poll results | BJP leading on three seats - Town Bardowali, Jubarajnagar & Surma; Congress leading on Agartala seat, as per ECI. pic.twitter.com/zhbFRTetSG
— ANI (@ANI) June 26, 2022
এদিকে, উত্তরপ্রদেশে এসি প্রধান অখিলেশ যাদবের ছেড়ে আসা আজমগড় কেন্দ্রে এগিয়ে বিজেপি-র তারকা প্রার্থী দীনেশ লাল যাদব 'নিরুহা'। ভোজপুরী তারকা দীনেশ লাল এগিয়ে ২১১৭ ভোটে। আজম খানের ছেড়ে আসা রামপুরে জোর লড়াই চলছে।
পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের ছেড়ে আসা লোকসভা কেন্দ্রে সাঙ্গরুরে এগিয়ে আম আদমি পার্টির প্রার্থী। দিল্লির রাজেন্দ্র নগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ৮০০ ভোটে এগিয়ে আম আদমি পার্টির প্রার্থী। এই কেন্দ্রের বিধায়ক আপ-এর শীর্ষ নেতা রাঘব চাড্ডা রাজ্যসভায় নির্বাচিত হওয়ায় বিধায়ক পদ ছাড়তে হয়। ফলে এই কেন্দ্রে উপনির্বাচন।