আগরতলা: ত্রিপুরা (Tripura) ও মেঘালয়ে (Meghalaya) অভিযান চালিয়ে ১৬ কোটি টাকার হেরোইন (heroin)-সহ ৫ জন মাদক ব্যবসায়ীকে (drug peddlers) গ্রেফতার করল পুলিশ। দু-সপ্তাহের কম সময়ের মধ্যে আবার মাদক বিরোধী অভিযান (drug haul) চালিয়ে বড় সাফল্য পেল তারা।
এর আগে উত্তর ত্রিপুরার (northern Tripura) মিজোরাম (Mizoram) সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থিত দামচেরা (Damchera) এলাকায় অভিযান চালিয়ে ১০ কোটি টাকার এক কেজি ৩০০ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে পুলিশ। গ্রেফতার হয় এক মাদক ব্যবসায়ীও। আরও পড়ুন: Rajasthan: রাজস্থানে নির্যাতিতার বাড়িতে মুখ্যমন্ত্রী অশোক গেহলত, দেওয়া হল চাকরির প্রস্তাব
The police in #Tripura and #Meghalaya have seized heroin worth Rs 16 crore and arrested five drug peddlers in this regard.
In another major drug haul in less than two weeks, Tripura police seized 1.3 kg heroin valued at Rs 10 crore after arresting a drug peddler at Damchera in… pic.twitter.com/CYvqvw7eeT
— IANS (@ians_india) September 2, 2023