নতুন দিল্লি, ৫ ফেব্রুয়ারি: জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) ভূমিকম্প (Earthquake)। দিল্লি ক্যাপিটল রিজিয়নের নয়ডা (Noida) এবং অন্যান্য এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে। ন্য়াশনাল সেন্টার ফর সিসমোলজি (National Center for Seismology) জানিয়েছে, আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত অঞ্চল (Afghanistan-Tajikistan Border Region) ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৭। সকাল ৯টা ৪৬ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের গভীরতা ছিল ১৮১ কিলোমিটার।
দিল্লি, নয়ডা এবং জম্মু ও কাশ্মীরের বাসিন্দারা ভূমিকম্প সম্পর্কে টুইট করেছেন। বাসিন্দারা জানিয়েছেন যে কমপক্ষে ২০ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়।
Earthquake of Magnitude:5.7, Occurred on 05-02-2022, 09:45:59 IST, Lat: 36.340 & Long: 71.05, Depth: 181 Km ,Location: Afghanistan-Tajikistan Border Region, for more information download the BhooKamp App https://t.co/5E23iK2nl2 pic.twitter.com/qQ0w5WSPJr
— National Center for Seismology (@NCS_Earthquake) February 5, 2022
Jolts of earthquake felt in Kashmir, Noida and other areas. Details awaited.
— ANI (@ANI) February 5, 2022
কম্পন অনুভূত হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাড়ি ও অন্য জায়গা থেকে লোকজন রাস্তায় বেরিয়ে আসেন। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।