দিল্লি,২৯ জুলাই: লেবাননে (Lebanon) এই মুহূর্তে যাবেন না ভারতীয়রা (Indian)। বেরুইটে যে ভারতীয় (India) দূতাবাস রয়েছে, সেখানকার তরফে জারি করা হয়েছে সতর্কতা। বেরুইটে থাকা ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়, এই মুহূর্তে যাঁরা লেবাননে যাবেন বলে পরিকল্পনা করছেন, সেই ভারতীয়রা আপাতত নিরস্ত থাকুন। কোনওভাবে এই মূহূর্তে লেবাননে যাবেন না বলে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি যাঁরা লেবাননে রয়েছেন, প্রত্যেকে সতর্ক থাকুন বলেও সতর্ক করা হয়।
প্রসঙ্গত দক্ষিণ লেবাননে হামলা শুরু করেছে ইজরায়েল। সোমবার ইজরায়েলের ড্রোন হামলার জেরে লেবাননে ২ জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে ফের আন্তর্জাতিক মহলে শোরগোল শুরু হয়েছে।
দেখুন ট্যুইট...
In view of the recent developments in the region, all Indian nationals in Lebanon and those planning to travel to Lebanon are advised to exercise caution and remain in contact with the Embassy of India in Beirut through their email id: cons.beirut@mea.gov.in or the emergency… pic.twitter.com/a5F4nZai8D
— ANI (@ANI) July 29, 2024
রবিবার ইজরায়েল (Israel) অধিকৃত গোলান হাইটসে হামলার জেরে পরপর ১২ জনের মৃত্যু হয়। গোলান হাইটসে হেজবুল্লা জঙ্গিদের হামলার জেরে ১২ জনের মৃত্যু হয়েছে বলে আইডিএফ দাবি করে। যা নস্যাৎ করে দেয় হেজবুল্লা জঙ্গি গোষ্ঠী। তবে হেজবুল্লা যে দাবিই করুক না কেন, গোলান হাইটসে হামলার পর পালটা ইজরায়েল হানাদারি চালায় দক্ষিণ লেবাননে।