নয়াদিল্লিঃ সম্প্রতি একের পর এক রেল দুর্ঘটনার জেরে কার্যত কাঠগড়ায় রেল (Indian Railways)। বিহার(Bihar) থেকে পশ্চিমবঙ্গ (West Bengal), বিগত কয়েক মাসে একের পর এক ট্রেন দুর্ঘটনায় ভীত সাধারণ মানুষ। তবে এ বার ধরা পড়ল এক অন্যরকম ছবি। এ বার রেল নয়। কাঠগড়ায় এক অজ্ঞাত পরিচয় যুবক। চলন্ত ট্রেনে (Train)পাথর (Stones) ছুড়তে গিয়ে হাতেনাতে ধরা পড়েন তিনি। তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিল রেল কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে বিহারের দারভাঙ্গা এবং কাকরঘাটির মাঝে। চলন্ত ভাগলপুর-জয়নগর এক্সপ্রেসে পাথর ছোড়েন তিনি। সেই পাথর লেগে গুরুতর জখম হয়েছেন এক যাত্রী। সুপল ভয়েস নামে একটি অ্যাকাউন্ট থেকে সামাজিক মাধ্যম এক্স-এ গোটা ঘটনার ছবি এবং একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যাতে যাচ্ছে চলন্ত ট্রেনকে লক্ষ্য করে পাথর ছুড়ছেন ওই ব্যাক্তি। আর এই ভিডিয়োর শেষে দেখানো হয়েছে কামড়ার মধ্যে রক্তাক্ত অবস্থায় রয়েছেন এক ব্যাক্তি। তাঁর নাক থেকে গলগল করে রক্তপাত হচ্ছে। ভিডিয়ো ভাইরাল হতেই ওই যুবককে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এখনও পর্যন্ত অভিযুক্তের নাম এবং পরিচয় জানা যায়নি। এই ঘটনায় আশঙ্কা প্রকাশ করে সোশ্যাল মিডিয়ার মধ্যমে এই ব্যাক্তির কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নেটিজেনদের একাংশ। এই আচরণকে 'অস্বাভাবিক' বলেও দাগিয়েছেন কেউ-কেউ।
Passenger Injured After Man Throws Stone At Moving Train, Railways Reacts https://t.co/QFSmlr6rYT
— NDTV (@ndtv) August 5, 2024