কেরলে রেল দুর্ঘটনা (ছবিঃX)

নয়াদিল্লিঃ রেললাইনে(Railway Track) আবর্জনা(Garbage) পরিষ্কারে ব্যস্ত ছিলেন চার কর্মী। পিছন থেকে আচমকা চলে আসে এক্সপ্রেস ট্রেন(Express Train)। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় চার চুক্তিভিত্তিক ঠিকাকর্মীর। ঘটনাটি ঘটেছে ঘটনাটি ঘটেছে কেরলের(Kerala) পলক্কড় জেলার শোরনূরে। জানা গিয়েছে, রোজকার মতো রেললাইনে আবর্জনা পরিষ্কারের কাজ করছিলেন তাঁরা। এমন সোময় পিছন থেকে চলে আসে তিরুবনন্তপুরমগামী কেরল এক্সপ্রেস। ট্রেনের ধাক্কায় এদিক-ওদিক ছিটকে পড়ে যান চারকর্মী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। পুলিশ সূত্রে খবর, তিনজনের মৃতদেহ উদ্ধার করা গিয়েছে। আরও একটি দেহের খোঁজ চলছে। মনে করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় সম্ভবত নদীতে ছিটকে গিয়ে পড়েছেন তিনি। এই ঘটনায় রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সাফাইকর্মীরা হয়তো বুঝে উঠতে পারেননি ট্রেন আসছে। সেই কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। যা ঘটেছে তা দুঃখজনক। গোটা ঘটনার তদন্ত চলছে।

রেললাইনে কাজ করছিলেন, ট্রেনের ধাক্কায় মৃত্যু ৪ সাফাইকর্মীর