নয়াদিল্লিঃ ফের রেল দুর্ঘটনা(Train Accident)! লাইনচ্যুত স্পেশাল ট্রেনের ইঞ্জিন(Engine)। ঘটনাটি ঘটেছে বিহারের(Bihar) মুজাফ্ফরপুরে(Muzaffarpur)। এও নিয়ে এক সপ্তাহে দ্বিতীয়বার ট্রেন দুর্ঘটনা(Train Accident) হল এই রুটে। শনিবার মধ্যরাতে আচমকাই ট্র্যাকের বাইরে চলে যায় পুণে(Pune) স্পেশাল ট্রেনের(Special Train) তিনজোড়া চাকা। অল্পের জন্ বড় মাপের দুর্ঘটনা এড়ানো গিয়েছে। খবর পেয়ে সঙ্গে-সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন রেলের আধিকারকেরা। শুরু হয় উদ্ধারকাজ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। রেলসূত্রে খবর, ইঞ্জিন সেটিং-এর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল এই মুজাফ্ফরপুর-পুণে স্পেশাল ট্রেনটি। পথে এই দুর্ঘটনা ঘটে। কীভাবে এই ঘটনা ঘটল খতিয়ে দেখা হচ্ছে। অন্য একটি ইঞ্জিনের সাহায্যে ট্রেনটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার জেরে প্রায় দেড় ঘণ্টা রেল পরিষেবা ব্যাহত হয় বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, দিন কয়েক আগে এই স্থানেই লাইনচ্যুত হয়েছিল মালগাড়ির চারটি বগি।শান্টিংয়ের সময় লাইচ্যুত হয়ে যায় মালগাড়ির চারটি কামরা।
লাইনচ্যুত স্পেশাল ট্রেনের ইঞ্জিন
VIDEO | Engine of an express train derailed while shunting in Bihar's Muzaffarpur on Saturday. Details awaited.
(Full video available on PTI Videos - https://t.co/n147TvqRQz) pic.twitter.com/fLfRaytAFB
— Press Trust of India (@PTI_News) September 21, 2024