অন্ধ্রপ্রদেশে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। আহতের সংখ্যা ২৯। ভিজাইনাগারামে উদ্ধারকার্য এখনও জারি রয়েছে বলে জানা গেছে। দুটি বিশাখাপত্তনম রাগাদা এবং বিশাখাপত্তনম পালাশা ট্রেনের সংঘর্ষের ফলে বেশ কয়েকটি কোচ লাইনচ্যুত হয়ে পড়ে।
ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের তরফে জানা গেছে যে ৩ টি কোচ দুর্ঘটনার সঙ্গে জড়িত ছিল।
এই বিষয়ে ডিভিশনাল ম্যানেজার জানিয়েছেন, "এই দুর্ঘটনাটি পিছন দিক থেকে ট্রেনের ধাক্কার ফলে ঘটেছে। বিশাখাপত্তনম পালাসা এবং বিশাখাপত্তনম রাগাদা দুটি ট্রেনের মধ্যে এই সংঘর্ষ ঘটেছে।৩ টি কোচ এই দুর্ঘটনার সঙ্গে যুক্ত।উদ্ধারকার্য চলছে।স্থানীয় প্রশাসন এবং এনডিআরএফকে জানানো হয়েছে সাহায্যের জন্য।ঘটনাস্থলে পৌছেছে অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন "।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি দ্রুত উদ্ধারকার্য চালানোর নির্দেশ দিয়েছেন এবং বিশাখা পত্তনম এবং আনাকাপল্লী থেকে যত বেশি সম্ভব অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যবস্থা করতে বলেছেন।
পেছন থেকে ধাক্কা মারার কারণে সামনের ট্রেনের ৩ টি এবং পেছনের ট্রেনের ২ টি কোচ রেললাইন থেকে ছিটকে যায়।
Death toll reaches 9 in Andhra train accident, rescue operations underway
Read @ANI Story | https://t.co/VGQeZXFmEj#AndhraPradesh #trainaccident #VizianagaramTrainAccident pic.twitter.com/x4iKwmpZsv
— ANI Digital (@ani_digital) October 29, 2023