নয়াদিল্লিঃ রাজস্থানে (Rajasthan)ভয়াবহ দুর্ঘটনা(Accident)। ভোররাতে দুর্ঘটনার কবলে পুণ্যার্থী বোঝাই পিক আপ ভ্যান(Pick Up Van)। দুর্ঘটনার জেরে মৃত ৭ শিশু-সহ ১০ জন। আহত কমপক্ষে ১২ জন। আহতদের স্থানীয় হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত ৩ টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে রাজস্থানের (Rajasthan) দৌসা জেলায়। জানা গিয়েছে, উত্তরপ্রদেশ থেকে খাটুশ্যাম মন্দিরে পুজো দিতে এসেছিলেন ওই যাত্রীরা। পুজো দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারে পিক আপ ভ্যানটি। নিয়ন্ত্রণ হারিয়েই সজোরে ধাক্কা মারে ভ্যানটি। কার্যত দুমড়েমুচড়ে যায় গোটা পিক আপ ভ্যান।
ভোররাতে রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনা
সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় অ্যাম্বুলেন্স ও চিকিৎসকের বিশেষ দল। সেখানেই আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায়, এরপর তাঁদের মধ্যে ৯ জনকে জয়পুরের এসএমএস হাসপাতালে পাঠানো হয়। বাকিদের ভর্তি করা হয় দৌসা জেলা হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, আহত ও নিহতদের বেশিরভাগ জনের বাড়ি উত্তরপ্রদেশের ইটাওয়া জেলায়।
পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনা, মৃত ৭ শিশু-সহ ১০, আহত কমপক্ষে ১২
VIDEO | Rajasthan: Visuals from SMS Hospital, Jaipur, where some of those injured in Dausa road accident have been admitted. At least 10 people were killed and several others injured in the incident.#dausaaccident #RajasthanNews
(Full video available on PTI Videos -… pic.twitter.com/x0u7ZNs1mX
— Press Trust of India (@PTI_News) August 13, 2025