Tragedy Strikes Vaishno Devi Route. (Photo Credits:X)

Vaishno Devi Yatra Route: জম্মু-কাশ্মীরে গত ১০০ বছরে অগাস্টে রেকর্ড বৃষ্টির মাঝে বড় বিপর্যয়। রিয়াসিতে মাতা বৈষ্ণো দেবীর নতুন যাত্রাপথে ভয়াবহ ধসের দুর্ঘটনা ঘটল। ভয়াবহ এই ধসের দুর্ঘটনায় কমপক্ষে ৫ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন বলে খবর। ধসটি ঘটেছে জম্মুর পাঞ্চি এলাকায়, কত্রা থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে। মৃতদের মধ্যে আছেন তীর্থযাত্রী এবং স্থানীয় শ্রমিকরা। জখমদের মধ্যে অনেকের অবস্থা সঙ্কটজনক। দুর্ঘটনার পরেই মাতা বৈষ্ণো দেবী শ্রীন বোর্ড, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF) উদ্ধার কাজ শুরু করেছে। ধসের কারণে একটি লোহার পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, যা উদ্ধারকাজে আরও সমস্য়া তৈরি করছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন পথটি বন্ধ রাখা হয়েছে। তীর্থযাত্রীদের পরামর্শ দেওয়া হচ্ছে, তারা যতক্ষণ পর্যন্ত পথ নিরাপদ নয়, ততক্ষণ যাত্রা স্থগিত রাখুক। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, কয়েক জন জখমদের জম্মুতে উন্নত চিকিৎসার জন্য বড় হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকর্মীরা এখনও মাটির নিচে আটকে থাকা যাত্রীদের খুঁজছেন। জম্মু শহর থেকে প্রায় ৬০–৭০ কিমি দূরে রিয়াসিতে হয় এই দুর্ঘটনাটি।

গত ২৪ ঘণ্টায় ১৯০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে

জম্মু-কাশ্মীরে রেকর্ড বৃষ্টির মাঝে বিভিন্ন জায়গা থেকে আসছে ভূমিধস, ধস, বন্যা, হড়পা বানের খবর। কোথাও ভেঙে পড়ছে সেতু, তো কোথাও রাস্তা ধুয়ে গিয়েছে নদীর জলের স্রোতে। জম্মুতে গত ২৪ ঘণ্টায় ১৯০.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা গত শতাব্দীতে আগস্ট মাসে দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া, আবহাওয়া দফতর লাল সতর্কতা জারি করেছে। আরও ধস এবং বন্যার আশঙ্কা করা হচ্ছে। রিয়াসি জেলা পুলিশ ও প্রশাসন জরুরি হেল্পলাইন চালু করেছে। শ্রীনগর-জম্মু ন্যাশনাল হাইওয়েও একাধিক ধসের কারণে বন্ধ রয়েছে। সরকার হেলিকপ্টারসহ অতিরিক্ত উদ্ধার দল মোতায়েন করেছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এমন ধসের ঘটনা বাড়ছে।

দেখুন ভিডিও

দেখুন ছবিতে

দেখুন ভিডিও

ভাঙল তাওই ব্রিজ

এরই মধ্যে আবার জম্বুর তাওই ব্রিজ মাঝখান থেকে ভেঙে গেল। নদীর জলের স্রোত বাড়তেই ব্রিজটি ভেঙে পড়ে। সেই সময় ব্রিজের ওপর থাকা গাড়িগুলোও নিচে ধসে পড়ে। আগামিকাল, বুধবারও জম্মুতে ভারী বৃষ্টিপাতের কারণে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।