বেঙ্গালুরু, ১ নভেম্বর: গুজরাটের মোরবি সেতু (Morbi Bridge) ভেঙে পড়ার পর উত্তেজনা অব্যাহত প্রায় গোটা দেশ জুড়ে। যত সময় গড়াচ্ছে, তত বাড়ছে মোরবি সেতু দুর্ঘটনায় মৃত এবং আহতর সংখ্যা। এখনও পর্যন্ত ডুবে যাওয়াদের খোঁজে চলছে তল্লাশি। মোরবি সেতু ভাঙার আতঙ্ক যখন অব্যাহত, সেই সময় কর্ণাটকে ঝুলন্ত সেতু থেকে পর্যটকের গাড়ি নামিয়ে দিলেন স্থানীয়রা। উত্তর কর্ণাটকের (Karnataka) ইয়াল্লাপুরায় শিবপুরা ঝুলন্ত সেতুতে এক পর্যটক মঙ্গলবার গাড়ি নিয়ে উঠে পড়েন। যা চোখে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিবপুরা ঝুলন্ত সেতু থেকে ওই পর্যটক যাতে গাড়ি নিয়ে নেমে পড়েন, সে বিষয়ে তোড়জোড় শুরু করেন পর্যটকরা। সঙ্গে সঙ্গে গাড়িসুদ্ধ ওই পর্যটককে ঝুলন্ত সেতুরউপর থেকে নামিয়ে দেওয়া হয়। দেখুন...
No lessons learnt post #MorbiBridgeCollapse . Hooligans/tourists from Maharashtra were seen driving a car on a suspension bridge at Yellapura town in Uttara Kannada district of Karnataka. Finally the locals ensured that the car was driven back from the bridge in reverse gear. pic.twitter.com/RvVPOhB8CL
— Harish Upadhya (@harishupadhya) November 1, 2022
ভিডিয়োতে দেখা যায়, মারুতি সুজুকি ৮০০ নিয়ে শিবপুরা জুলন্ত সেতুর উপর পর্যটক উঠতেই, তাঁর রাস্তা আটকে দেন স্থানীয়রা। স্থানীয়দের সঙ্গে এরপর পর্যটকের বচসা শুরু হয়। স্থানীয়রাই এরপর কার্যত জোর করে মহারাষ্ট্রের বাসিন্দা ওই পর্যটককে শিবপুরা ঝুলন্ত সেতুর উপর থেকে নামিয়ে দেন।
আরও পড়ুন: Morbi Bridge: মোরবি সেতু দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী, কথা শুনলেন জখমদের
এদিকে মোরবি সেতু দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করতে মঙ্গলবার হাসপাতালে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। মোরবি হাসপাতালে পৌঁছে আহতদের সঙ্গে কথা বলেন মোদী। সেই সঙ্গে মোরবি সেতুর যেখানে দুর্ঘটনা ঘটে, সেই জায়গাও দুজরাটের মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।