নতুন দিল্লি, ২৫ ডিসেম্বর: দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত হলেন ৭ হাজার ১৮৯ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৩৮৭ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ২৮৬ জন। স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry) জানিয়েছে, দেশে বর্তমানে মাত্র ৭৭ হাজার ৩২ জনের চিকিৎসা চলছে। মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ৪২ লাখ ২৩ হাজার ২৬৩ জন। করোনায় মোট প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৫২০ জন।
দেশে মোট করোনা আক্রান্তের মধ্যে ওমিক্রন প্রজাতিতে (Omicron) আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪১৫। দেশের ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে থাবা বসিয়েছে ওমিক্রন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, মোট ওমিক্রন আক্রান্তের মধ্যে ১১৫ জন সুস্থ হয়ে গিয়েছেন।
কোন রাজ্যে কতজন আক্রান্ত:
COVID19 | A total of 415 #Omicron cases were reported in 17 States/UTs of India so far. The number of persons recovered is 115: Union Health Ministry pic.twitter.com/DXuW4LBTeT
— ANI (@ANI) December 25, 2021
এখনও পর্যন্ত দেশে মোট ১৪১ কোটি বেশি টিকাকরণ হয়ে গিয়েছে। দেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৬০ শতাংশের বেশি দু'টি ডোজই নিয়েছে। প্রায় ৮৯ শতাশ অন্তত টিকার প্রথম ডোজ পেয়েছে।