নয়াদিল্লিঃ ভারী বৃষ্টিতে(Heavy Rain) বিপর্যস্ত মুম্বই(Mumbai)। জলের তলায় শহরের বিস্তীর্ণ অংশ। ইতিমধ্যেই শহরজুড়ে জারি হয়েছে লাল সতর্কতা(Red Alert)। এরই মাঝে ধস(Landslide) নামল থানের(Thane) মুমব্রা বাইপাস রোডে। বুধবার সন্ধ্যা নাগাদ আচমকাই ধস নামে। যার জেরে ভেঙে যায় রাস্তার বেশকিছুটা অংশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। অন্যদিকে লাগাতার বৃষ্টির জেরে বেহাল দশা মায়ানগরীর। কিছু-কিছু এলাকায় কোমর সমান জল দাঁড়িয়েছে। রাস্তায় ভাসছে গাড়ি। রেললাইনে জলস্রোত। ব্যাহত লোকাল ট্রেন পরিষেবা। নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। প্রবল বৃষ্টির কারণে আজ, বৃহস্পতিবার মুম্বই এবং শহরতলিতে স্কুল এবং কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানানো হয়েছে বৃহন্মুম্বই পুরনিগমের তরফে। পাশাপাশি খুব প্রয়োজন না হলে বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দিয়েছে বৃহন্মুম্বই পুরনিগম এবং মুম্বই পুলিশ কর্তৃপক্ষ।
প্রবল বৃষ্টির জেরে ভূমিধসের শিকার মুম্বই
#WATCH | Thane, Maharashtra | Torrential rains in Mumbai lead to landslide at the Mumbra by-pass road. pic.twitter.com/SZ1kVUHmz7
— ANI (@ANI) September 25, 2024
#WATCH | Thane, Maharashtra | Fire Officer Swapnil Sarnobat says, "The landslide occurred because of heavy rains going on since the evening. This area of Mumbra by-pass is prone to landslides during rains. We received information around 9:30 pm about the incident... Rocks have… pic.twitter.com/ohzNPKpfYM
— ANI (@ANI) September 25, 2024