সুধাকরের পর আবারও কেন্দ্রীয় বাহিনীর গুলিতে খতম এক মাও নেতা। শুক্রবার ছত্তিশগড়ের (Chhattisgarh) বীজাপুর জেলার ইন্দ্রাবতী জাতীয় উদ্যানে তল্লাশি অভিযান চালাচ্ছিল বাহিনীর জওয়ানরা। তখনই তাঁদের ওপর মাওবাদীরা হামলা চালায়। দুই পক্ষের গুলি বিনিময়ে খতম হয় নকশাল ভাস্কর। তেলেঙ্গানা জেলা কমিটির জোনাল কমিটির গুরুত্বপূর্ণ সদস্য ছিল এই ভাস্কর। তাঁর মাথার দাম ছিল ৪৫ লক্ষ টাকা। এই অভিযানে সফলভাবে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁর থেকে উদ্ধার হয়েছে একটি একে ৪৭ বন্দুক, বিস্ফোরক। যদিও তাঁর সঙ্গীরা ঘটনাস্থল থেকে পালিয়েছে। তবে তাঁদের খোঁজে এখনও জারি রয়েছে তল্লাশি অভিযান।
খতম আরও এক মাও নেতা
গত কয়েকদিন ধরেই এই জাতীয় উদ্যানে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল বাহিনী। এই জঙ্গলেই ২৪ ঘন্টা আগে খতম হয়েছিল কুখ্যাত নকশাল নেতা সুধাকর। তবে এই এলাকায় ভাস্করের গড় ছিল বলে জানা যাচ্ছে। সেই কারণেই তাঁর খোঁজে অভিযান চালাতে থাকে বাহিনী। আর তাতেই মেলে সাফল্য।
কুরেগোত্তালু পাহাড়ে মাওবাদী নিকেশ অভিযান
এর আগে কুরেগোত্তালু পাহাড়ে অভিযা্ন চালিয়ে ২৭ জন মাওবাদীকে খতম করেছিল কেন্দ্র ও রাজ্যের যৌথ বাহিনী। মাওবাদী অধ্যুষিত ওই এলাকাকে উদ্ধার করে জাতীয় পতাকা উড়িয়েছিলেন জওয়ানরা। এই নিয়ে প্রশংসা করেছিলেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।