Gold (Photo Credits: Pixabay)

চড়চড়িয়ে বাড়ছে সোনার দাম। মাঝে কিছুটা কমলেও ফের হু-হু করে বাড়ছে সোনালী ধাতুর বাজার দর। সোনা ভারতের অন্যতম মূল্যবান ধাতু। ভারতীয় সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই সোনালী ধাতু। সাজসজ্জা থেকে শুরু করে বিবাহ, যেকোনো শুভ অনুষ্ঠানে সোনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সাম্প্রতিক সময়ে ভারতের বাজারে রুদ্ধশ্বাস গতিতে ছুটছে সোনার দাম। সোনার গয়নায় হাত দিতে গেলে ছ্যাঁকা লাগছে মধ্যবিত্তের পকেটে। বিয়ের মরসুমে মনে সাধ থাকলেও পকেটের কথা ভেবে পছন্দের গয়না কিনতে পারছেন না হবু কনেরা। আন্তর্জাতিক বাজারে পাকা সোনার দাম বেড়ে ৩,০০০ মার্কিন ডলারে ছুঁয়েছে। যার প্রভাবে ভারতের বাজারে রেকর্ড গড়েছে ১০ গ্রাম সোনার দাম। ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বই শহরে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯০ হাজারের গণ্ডি পার করে ৯১,০০০ ছুঁয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতেও কিছুটা নাগালে ছিল সোনার দাম। ভারতে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৮৫ হাজারের আশেপাশে ছিল।

তবে ভারতের বাজারে সোনার এমন মূল্যবৃদ্ধি ঘটলেও বিশ্বের এমন বহু দেশ রয়েছে যেখানে সোনা অনেক সস্তা। ওই দেশগুলোতে ভারতের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম দামে সোনা এবং সোনার গয়না বিক্রি হয়।

২০২৫ সালে সবচেয়ে সস্তায় সোনা কেনার জন্য শীর্ষ ৫টি দেশের তালিকা নীচে দেওয়া হলঃ

দেশ                                              ২৪ ক্যারেট/১০ গ্রাম                    ২২ ক্যারেট/১০ গ্রাম 

আমেরিকা                                       ৭২,২৮০                                         ৬৭,৯২০

অস্ট্রেলিয়া                                       ৭৩,৫৮০                                        ৬৯,০০০

সিঙ্গাপুর                                           ৭৭,১১০                                           ৬৯,৩৯০

সুইজারল্যান্ড                                  ৭৮,৬৬০                                       ৭১,৯৬০

ইন্দোনেশিয়া                                   ৭৮,৮৬০                                        ৭৩,৫৩০