নতুন দিল্লি, ১৫ জুন: রাহুল গান্ধীকে জেরার নামে ইডি-র হেনস্থার প্রতিবাদে বিক্ষোভরত দলীয় কর্মীদের দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে ঢুকে পুলিশের মারধর করল। এর প্রতিবাদে দেশজুড়ে বড় আন্দোলনে নামছে কংগ্রেস। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সূরজেওয়ালা জানালেন,"আজ সব কংগ্রেস নেতা সাংবাদিক সম্মেলন করবেন। আগামিকাল, বৃহস্পতিবার দেশের সব রাজ্যের রাজভবনে ঘেরাও করবেন কংগ্রেস কর্মীরা। এরপর শুক্রবার দেশের সব জেলাস্তরে প্রতিবাদ দেখাবেন কংগ্রেস কর্মীরা।"এই ঘটনায় এফআইআর দায়ের করে দোষীদের শাস্তির দাবি জানান রণদীপ সুরজেওয়ালা।
তৃতীয় দিনেও ইডির জেরার মুখে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এখন তিনি ইডির কর্তাদের জিজ্ঞাসাবাদের জবাব দিচ্ছেন। এদিকে ন্যাশনাল হেরাল্ড মামলায় (National Herald Case) পর টানা তিনদিন রাহুল গান্ধীর বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ায় ক্ষুব্ধ কংগ্রেসকর্মীরা ইডির দপ্তরের বাইরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। আরও পড়ুন: ফাইভ জি স্পেকট্রাম নিলামে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
দেখুন টুইট
We demand an FIR be lodged, they be suspended & disciplinary inquiry be initiated. Today all Congress leaders will hold press conferences. Tomorrow Congress will gherao all Raj Bhavans across India. Protests will also be held at all District levels day after tomorrow: Surjewala pic.twitter.com/g2Ys6fwP8b
— ANI (@ANI) June 15, 2022
ন্যাশনাল হেরল্ড মামলায় বুধবার সকালে ফের ইডির (ED) দফতরে হাজির হন কংগ্রেস সাংসদ। যা নিয়ে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। প্রসঙ্গত এই নিয়ে পরপর ৩ দিন ধরে ন্যাশনাল হেরল্ড মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে হাজির হলেন রাহুল গান্ধী।