Representational Image (Photo Credit: File Photo)

তেলেগু সিনেমার নামজাদা প্রযোজক সুনাকারা কেপি চৌধুরীর রহস্যমৃত্য়ু ঘিরে চাঞ্চল্য। গোয়ার সিয়োলিমের এক ঘর থেকে উদ্ধার হয় ৪৪ বছরের তেলাঙ্গানার বাসিন্দা এই দক্ষিণী সিনেমার প্রযোজকের ঝুলন্ত দেহ। পুলিশের প্রাথমিক অনুমান তিনি আত্মহত্যা করেছেন।  ২০১৬ সালে মুক্তি পাওয়া রজনীকান্তের সুপারহিট সিনেমা 'কাবালি'-র প্রযোজক সুনাকারা কেপি চৌধুরী ৬-৭ মাস ধরে গোয়ার সমুদ্র সৈকতের ধারে বাড়ি ভাড়া নিয়ে একাই থাকতেন বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে। এদিন সকালে তার বন্ধুরা ফোনে বারবার চেষ্টা করে না পেলে, পুলিশকে যোগাযোগ করে। এরপর পুলিশ সেখানে গিয়ে দেহ উদ্ধার করে।

গোয়ায় তিনি একটি পাব ও ক্লাব চালান। ২০২৩ সালের জুনে ড্রাগ মামলায় এই প্রযোজক সুনাকারা-কে গ্রেফতার করেছিল গোয়া পুলিশ। নাইজেরিয়ান ড্রাগ পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। রজনীকান্তের কাবালি-র পাশাপাশি আরও দুটি তেলগু ও একটি তামিল সিনেমার প্রযোজনা করেন তিনি। তাঁর রহস্যমৃত্যুর সঙ্গে ড্রাগ পাচার চক্রের কোনও যোগ আছে কি না তা খতিয়ে দেখছে গোয়ার পুলিশ।

দেখুন খবরটি