কটকের এসসিবি হাসপাতালে মারা গেলেন ওডিশায় ট্রেন দুর্ঘটনায় জখম এক যাত্রী। গত ২ জুন সন্ধ্যায় করমণ্ডল এক্সপ্রেস সহ তিনটি ট্রেনের সংঘর্ষের পর উদ্ধারকারী দল বিহারের বিজয় পাসোয়ানকে ভর্তি করে হাসপাতলে। ১১ দিন পর কটকের হাসপাতালে মারা গেলেন সেই অভিশপ্ত করমণ্ডল এক্সপ্রেসের যাত্রী বিজয় পাসোয়ান। তাঁর শরীরে বিভিন্ন অংশে চোট ছিল। শারীরিক অবস্থা কয়েক দিন ধরে তাঁর অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল বলে জানা যাচ্ছে। কটকের এসসিবি হাসপাতালে এই প্রথম ওডিশা ট্রেন দুর্ঘটনায় জখম কারও মৃত্যু হল। এখনও কটকের এই হাসপাতালে ট্রেন দুর্ঘটনায় জখম ৮১ জনের চিকিতসা চলছে।
এর ফলে সরকারী হিসেবে ওডিশায় তিনটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় মৃত্যু সংখ্যা ২৮৯ হল।
এখনও নিখোঁজের সংখ্য়া অনেক। যেসব দেহগুলি এখনও শনাক্ত করা হয়নি, সেগুলির এখনই সতকার করা হবে না বলে জানানো হয়েছে। আরও পড়ুন-বাতিল কোচেই এবার খাওয়া দাওয়া, ভারতীয় রেলের নতুন উদ্যোগ উত্তরপ্রদেশে
দেখুন টুইট
Toll in Odisha triple train accident increases to 289 after an injured passenger succumbs to injuries: Officials
— Press Trust of India (@PTI_News) June 13, 2023
এদিকে, আগামী আরও তিন-চারদিন বালাসোরের বাহানাগা বাজার স্টেশন চত্ত্বরে থাকবে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল। আরও একবার বাহানগা বাজার স্টেশনের কর্মীদের, স্টেশন মাস্টার, লাইন রক্ষণাবেক্ষণ করা কর্মীদের সঙ্গে কথা বলবেন সিবিআই অফিসাররা।