বিহারে (Bihar) ভোটার তালিকা নিবিড় সংশোধনীয় প্রক্রিয়ার বিরোধীতায় বুধবারও উত্তর সংসদ চত্বর। এদিন ইন্ডিয়া জোটের একাধিক শরিক দলের সাংসদরা ব্যানার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। যার মধ্যে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা, শতাব্দী রায়, শত্রুঘ্ন সিনহা, কানিমাঝিরা। এদিকে বুধবার সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেয়েছে নির্বাচন কমিশন। তাঁরা সম্প্রতি যে খসড়া প্রকাশ করেছে, সেখানে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে, যার উত্তর শনিবারের মধ্যে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সবমিলিয়ে এসআইআর নিয়ে আপাতত চাপে নির্বাচন কমিশন।

এসআইআর নিয়ে সমস্যায় পড়ছেন জনগণ

এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা বলেছেন, “সংসদ এভাবেই চলবে। গোটা দেশ বুঝতে পারছে এসআইআর জনগণকে সমস্যায় ফেলার একটা কৌশল মাত্র। নির্বাচন কমিশন সম্প্রতি বিহারের ৬৫ লক্ষ ভোটারকে তালিকা থেকে বাদ দিয়েছে। এদের কেন বাদ দেওয়া হয়েছে, এদের মধ্যে কতজনের মৃত্যু হয়েছে, কতজন ঠিকানা পরিবর্তন করেছে, এই সম্পর্কে বিস্তারিত কোনও তথ্যই দেওয়া হয়নি। সুপ্রিম কোর্ট প্রশ্ন করার পর এরা আগামী কয়েকদিনের মধ্যে তালিকা প্রকাশ করবে”।

দেখুন শত্রুঘ্ন সিনহার বক্তব্য

কেন্দ্র সরকারের সমালোচনায় শত্রুঘ্ন

তিনি আরও বলেন, “সংসদে সরকার বলছে এটা তাঁদের ইস্যু নয়। কিন্তু সরকারই তো এই প্রস্তাব দিয়েছে, কমিশনারকে তাঁরাই বহাল করেছে, এদের বেতন সরকারই দেয়, তারপর এখন যদি এরাই হাত তুলে দেয়, তাহলে তো বড় সমস্যা। এই নিয়ে প্রশ্ন উঠবে, আর সরকারকে জবাব দিতেই হবে। বিহার ও বাংলায় এটা কোনওদিনও সক্রিয় হবে না”।