
নয়াদিল্লিঃ গতকাল, অর্থাৎ সোমবার পহেলগাঁও জঙ্গি (Pahalgam Terror Attack) হামলা ও পরবর্তী ভারত-পাক সংঘাত নিয়ে সংদীয় কমিটির সঙ্গে বৈঠকে বসেছিলেন বিদেশ সচিব বিক্রম মিস্রি (Vikram Misri)। এই বৈঠকে উপস্থিত ছিলেন শাসক ও বিরোধী দলের প্রতিনিধিরা। কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বে আয়োজিত এই বৈঠকে যোগ দেন তৃণমূল সাংসদ তথা ঘাসফুলের সেকন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সংদীয় কমিটির বৈঠকে একাধিক প্রশ্ন তুলেছেন অভিষেক। বিদেশ সচিবকে প্রশ্ন একের পর এক কৌশলী প্রশ্ন ছুড়ে দেন তৃণমূল সাংসদ। এদিন অভিষেক প্রশ্ন করেন, "পাকিস্তানের জঙ্গিরা কীভাবে দেশে ঢুকল? পহেলগাঁওয়ে হামলা চালানো চার জঙ্গি কি নিকেশ হয়েছে? যদি না হয় তবে কোথায় লুকিয়ে আছে তারা? পাকিস্তানে পালিয়ে গিয়েছে ওই চার জঙ্গি? সরকারের কাছে কোনও তথ্য আছে কি?" যদিও তৃণমূল সাংসদের সব প্রশ্নের উত্তর দেননি বিদেশসচিব।
সংসদীয় কমিটির বৈঠকে বিদেশসচিবকে প্রশ্নবাণ অভিষেকের
উল্লেখ্য, পহেলগাঁও জঙ্গি হানার পর থেকে সন্ত্রাসবাসের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের যাবতীয় অবস্থানকে পূর্ণ সমর্থন জানিয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু পাকিস্তানকে জবাব দেওয়ার পর কেন জঙ্গিদের নিয়ে কোনও তথ্য দিল না কেন্দ্র? এই নিয়ে প্রশ্ন তুলতে ছাড়লো না ঘাসফুল শিবির। অন্যদিকে, অপারেশন সিঁদুর ও পরবর্তী সংঘাত নিয়ে বিশ্ব দরবারে আলোচনায় যাচ্ছে কেন্দ্রের বিশেষ প্রতিনিধি দল। তবে এই দল থেকে তৃণমূল সাংসদের নাম প্রত্যাহার করেছে তৃণমূল। প্রথমে শোনা গিয়েছিল এই দলে তৃণমূলের সদস্য হিসেবে থাকছেন প্রাক্তন ক্রিকেটার তথা বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। কিন্তু পরে শোনা যায়, এই দল থেকে প্রত্যাহার করা হয়েছে তাঁর নাম। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তাঁকে নাকি এই ব্যাপারে কিছু জানানো হয়নি কেন্দ্রের তরফে। তিনি এও জানান,যদি কেন্দ্রীয় সরকারের তরফে এই বিষয়ে জানানো হয় তবে তিনি নিশ্চই ব্যাপারটি বিবেচনা করবেন। ভারত-পাক সংঘাত মিটতেও ফের কেন্দ্র-রাজ্য তর্জা তুঙ্গে? প্রশ্ন বিভিন্ন মহলে।
বিদেশসচিবকে একাধিক কৌশলী প্রশ্ন ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
#BreakingNews | TMC Sources reveal to CNN-News18 On MEA Panel Meet, Abhishek Banerjee Raised Two Questions
How Did Terrorists Enter India? Banerjee Demands Terrorist’s Status Update@KamalikaSengupt and @payalmehta100 with the latest | @Elizasherine pic.twitter.com/usViFsI5sb
— News18 (@CNNnews18) May 20, 2025