সাত-সাতটি বিএমডব্লিউ দরকার। যার এক একটির দাম ৭০ লক্ষ টাকার কাছাকাছি। ডেলিভারি করতে হবে বরাত দেওয়ার ৩০ দিনের মধ্যে। এই মুহূর্তের দুর্নীতিদমন কর্তৃপক্ষ লোকপালের (Lokpal) ডাকা টেন্ডার ঘিরে তুঙ্গে বিতর্ক। জানা যাচ্ছে, গত ১৬ অক্টোবর এই টেন্ডার প্রকাশিত হয়েছিল। এই নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর চর্চা। একাধিক বিরোধী দলের নেতারা এই টেন্ডার নিয়ে প্রতিবাদ শুরু করেছে। বুধবার এই নিয়ে মুখ খুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
কী বললেন কুণাল ঘোষ?
তিনি বলেন, গোটা বিষয়টি হতবাক করে দেওয়ার মতো ঘটনা। লোকপালের কাজ হচ্ছে দুর্নীতি ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত করা। এমনকী সর্বোচ্চ স্তরে দুর্নীতি দমন ও ন্যায়বিচার নিশ্চিত করা ছিল তাঁদের কাজ। আর সেই লোকপাল কর্তৃপক্ষের চাহিদা দেখে দেশবাসী এখন হতবাক। ফলে তাঁদের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই নিয়ে কেন্দ্র সরকারের অবশ্যই তদন্ত করা উচিত।
দেখুন কুণাল ঘোষের মন্তব্য
Kolkata, West Bengal: On Lokpal planning to purchase seven BMW cars, TMC leader Kunal Ghosh says, "What has happened in the Lokpal is completely shocking. The very vision of the Lokpal was to target corruption at the highest levels and ensure justice. But as the news has emerged,… pic.twitter.com/Z0YS4GpCPE
— IANS (@ians_india) October 22, 2025
কোন বিএমডব্লিউ চেয়েছে লোকপাল?
প্রসঙ্গত, এই মুহূর্তের লোকপালের সদস্য সংখ্যা সাতজন। যারমধ্যে একজন চেয়ারপার্সন। আর এস সাতজনের জন্যই সাতটি বিএমডব্লিউ-র টেন্ডার ডাকা হয়েছে। বিএমডব্লিউ ৩-এর ৩৩০ লিটারের এই গাড়িগুলি রেজিস্ট্রেশন সহ ৭০ লক্ষ টাকা দাম পড়বে। ইতিমধ্যেই স্বনামধন্য সংস্থাগুলির থেকে দরপত্রের আহ্বান করেছে লোকপাল।