Sushmita Dev (Photo Credit: Twitter)

আগরতলা, ২৯ অক্টোবর: তৃণমূল কংগ্রেসের (TMC) নেতা, কর্মীদের আক্রমণ করা হচ্ছে। তার জেরে এবার সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে ত্রিপুরার সরকারের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব সহ দলের নেতা, কর্মীদের উপর আক্রমণের অভিযোগেই ত্রিপুরা সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের করে তৃণমূল কংগ্রেস।

 

গত ২২ অক্টোবর তৃণমূল কংগ্রেসের রাজ্য সভার সাংসদ সুস্মিতা দেবের গাড়ি ভাঙচুর করা হয় ত্রিপুরায়। দলীয় কর্মসূচি পালন করতে ওই সময় ত্রিপুরায় কাজ শুরু করেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev)। আই প্যাকের বেশ কয়েকজন কর্মীর সঙ্গে সুস্মিতা  দেব তৃণমূল কংগ্রেসের (TMC) জনসংযোগ কর্মসূচি শুরু করলে, তাঁর গাড়ির উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।

আরও পড়ুন: Tripura: ত্রিপুরায় সুস্মিতা দেবের গাড়িতে হামলার অভিযোগ, বিজেপির বিপ্লব দেবের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল সাংসদ

সুস্মিতার গাড়ি ভাঙচুর করে, তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। যা নিয়ে ফের উত্তপ্ত হয়ে ওঠে ত্রিপুরার (Tripura) রাজনীতি। ওই ঘটনার পর এবার ত্রিপুরায় বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস।