Tiwan Earthquake: তাইওয়ানের বিধ্বংসী ভূমিকম্পের পর ২ ভারতীয়র খোঁজ মিলেছে, জানাল বিদেশ মন্ত্রক
MEA On Tiwan Earthquake (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ৪ এপ্রিল: তাইওয়ানে (Tiwan) বিধ্বংসী ভূমিকম্পের (Earthquake)  জেরে নিখোঁজ ২ ভারতীয়র খোঁজ মিলেছে। বৃহস্পতিবার এমনই জানাল বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, তাইওয়ানে ভূমিকম্পের পর যে ২ ভারতীয়কে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাঁদের খোঁজ মিলেছে। তাঁরা ভাল আছেন বলে জানান রণধীর জয়সওয়াল। তাইওয়ানে ৭.৭ মাত্রার বিধ্বংসী কম্পনের পর ২ ভারতীয়র খোঁজ মিলছিল না। আপাতত তাঁদের সঙ্গে যোগাযোগ করা গিয়েছে এবং তাঁরা ভাল আছেন বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: Earthquake In Tiwan: প্রবল ভূমিকম্পে তাইওয়ানে খেলনার মত ভেঙে পড়ল বাড়িঘর, আহত ৭৩৬, দেখুন ভিডিয়ো

বুধবার তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে তাইওয়ান। যার জেরে খেলনার মত একের পর এক বহুতল ভেঙে পড়তে শুরু করে। প্রবল কম্পনের জেরে ১০ জনের মৃত্যু হয়। আহত ৭০০-র বেশি। সেই  সঙ্গে ৩৮ জনের খোঁজ মিলছিল না বলে জানা যায় প্রাথমিকভাবে। তবে ৩৮ জনের মধ্যে যে ২ জন ভারতীয় ছিলেন, তাঁদের সঙ্গে বিদেশ  মন্ত্রকের তরফে যোগাযোগ করা হয় বলে জানান রণধীর জয়সওয়াল।