নয়াদিল্লিঃ হিন্দু (Hindu) না হওয়ায় তিরুপতি মন্দির (Tirupati Tirumala Temple)থেকে ছাঁটাই করা হল চার কর্মীকে। তিরুমালা তিরুপতি দেবস্থানম মন্দির কর্তৃপক্ষ সাফ জানিয়েছে, মন্দিরের কর্মীদের হিন্দু হওয়া আবশ্যক। অ-হিন্দুরা মন্দিরের কোনও কাজে অংশগ্রহণ করতে পারবে না বলে সিদ্ধান্ত টিটিডির। এই ঘটনায় তিরুপতি মন্দিরের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "চার কর্মীকে বরখাস্ত করা হয়েছে। অভ্যন্তরীন তদন্তের পর এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তিরুমালা তিরুপতি দেবস্থানম মন্দির কর্তৃপক্ষ।"
তিরুপতি মন্দির থেকে ছাঁটাই করা হল চার অ-হিন্দু কর্মীকে
উল্লেখ্য, ২০০৭ সাল থেকে তিরুমালা তিরুপতি দেবস্থানমে শুধুমাত্র হিন্দু কর্মীদের নিয়োগ করার নিয়ম চালু করেছে টিটিডি। তবে ২০০৭ সালের নিয়োগের আগে নিযুক্ত হওয়া অ-হিন্দু কর্মীরা এতদিন মন্দিরেই কাজ করতেন। এবার তাঁদেরই ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন,টিটিডি-এর বোর্ড সদস্য ও বিজেপি নেতা ভানু প্রকাশ। তিনি সাফ জানান, মন্দির থেকে অ-হিন্দু কর্মীদের বরখাস্ত করার লড়াই জারি থাকবে। তবে জানা গিয়েছে, তিরুপতির অ-হিন্দু কর্মীদের অন্য কোনও বিভাগে স্থানান্তর করা হবে অথবা স্বেচ্ছাবসর দেওয়া হবে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত পূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়নি।
হিন্দু না হওয়ায় তিরুপতি মন্দির থেকে ছাঁটাই চার কর্মী
Tirupati Temple Suspends 4 Staff for Violating Hindu-Only Employment Policy https://t.co/aDiJJueGSH
— India This Week (@indiathisweekk) July 20, 2025