Tirupati Iskcon Temple gets bomb threat (Photo Credits: X)

Tirupati Iskcon Temple Bomb Threat: তিরুপতির হোটেলের পর এবার তিরুপতির ইসকন মন্দিরে বোমা হামলার হুমকি ইমেল। মন্দিরের কর্মীদের কাছে ইমেল পাঠিয়ে হুমকি দেওয়া হয়, বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ইসকন। রবিবার ২৭ অক্টোবর হুমকি ইমেল পাওয়া মাত্রই মন্দির কর্তৃপক্ষের তরফে পুলিশে খবর দেওয়া হয়। অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) তিরুপতি জেলার ইসকন মন্দিরের (Tirupati Iskcon Temple) নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। হুমকি ইমেলের জেরে মন্দির কর্মী এবং পর্যটকদের মধ্যে আতঙ্কের সঞ্চার হয়েছে।

পুলিশ সূত্রে খবর, রবিবার ইসকন মন্দিরের কর্মীদের কাছে ইমেল পাঠিয়ে বোমা হামলার (Bomb Threat) হুমকি দেওয়া হয়। ইমেলে দাবি করা হয়, আইসিস (ইসলামিক স্টেট) সন্ত্রাসীরা বোমা মেরে মন্দিরটি উড়িয়ে দেওয়ার ছক কষেছে। ইসকন মন্দিরে বোমাতঙ্কের খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছয় পুলিশ বাহিনী। সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। আনা হয় বোম্ব ডিসপোজাল স্কোয়াড (বিডিএস) এবং ডগ স্কোয়াড। মন্দির চত্বর জুড়ে চলে বোমা তল্লাশি অভিযান। তবে সন্দেহভাজন কোন কিছুই মেলেনি বলে পুলিশ সূত্রে খবর। এরপরেই তিরুপতির ইসকন মন্দিরের (Tirupati Iskcon Temple) নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। তবে কে বা কারা কী উদ্দেশ্য নিয়ে এই হুমকি ইমেল পাঠিয়েছিল সেই রহস্যের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।

দিন দুই আগেই তিরুপরির তিনটি হোটেলে বোমা রাখা হয়েছে দাবি করে হুমকি ইমেল আসে। তিরুপতি মন্দির সংলগ্ন এলাকায় তিনটি হোটেলে বোমা হামলার হুমকির খবর ছড়াতেই এলাকার মানুষ এবং পর্যটকদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। সেই ইমেলে দাবি করা হয়েছিল, আইএসআই জঙ্গি গোষ্ঠী তিরুপতি সংলগ্ন হোটেলে বোমা হামলার ছক কষছে। বোম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড এনে তিনটি হোটেলের চিরুনি তল্লাশি করা হয়। তবেই কিছুই উদ্ধার হয়নি।