Drama Of Tiranga Yatra (Photo Credit: X/Screengram)

দিল্লি, ১৫ মে: গোটা দেশ জুড়ে শুরু হয়েছে তিরঙ্গা যাত্রা (Tiranga Yatra)। জম্মু কাশ্মীরের পহলেগাম থেকে শুরু করে কর্ণাটক, উত্তর থেকে দক্ষিণ জুড়ে ভারতের পতাকা হাতে নিয়ে মিছিল চলছে। অপারেশন সিদূঁররের (Operation Sindoor) পর সেনার পাশে থাকতে, বাহিনীর পাশে দাঁড়াতে শুরু হয়েছে তিরঙ্গা যাত্রা। সেনার পাশে থাকতে যখন তিরঙ্গা যাত্রা শুরু হয়েছে দেশ জুড়ে, সেই সময় দেখা গেল এক অদ্ভুদ ছবি। যেখানে বালমুকুন্দাচার্য (Balmukundacharya) নামে এক স্বঘোষিত গুরুকে দেখা যায়, তিরঙ্গা যাত্রার সময় অদ্ভুদ কীর্তি করতে। বালমুকুন্দাচার্য নামে ওই ব্যক্তিকে দেখা যায়, পাতাকা দিয়ে নিজের ঘাম মুছতে। যে ছবি চোখে পড়তেই তা নিয়ে যেমন সমালোচনা শুরু হয়, তেমনি বালমুকুন্দাচার্য ওই কাজ কীভাবে করলেন, তা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে।

আরও পড়ুন: Tiranga Yatra In Pahalgam: পহেলগামের রাস্তায় নামলেন শয়ে শয়ে মানুষ, হাতে জাতীয় পতাকা নিয়ে তিরঙ্গা যাত্রায় সামিল স্থানীয়রা, দাঁড়ালেন সেনার পাশে, দেখুন ভিডিয়ো

দেখুন দেশের পতাকাকে কীভাবে নিজের রুমাল বানিয়ে নিলেন বালমুকুন্দাচার্য...

 

প্রসঙ্গত বৃহস্পতিবার পহেলগামেও (Pahalgam) বের হয় তিরঙ্গা যাত্রা। বিজেপি নেতৃত্বের সঙ্গে স্থানীয় মানুষ শয়ে শয়ে যোগ দেন তিরঙ্গা যাত্রায়। ভয়, ডর কাটিয়ে স্থানীয়রা পহেলগামে যেভাবে রাস্তায় বেরোন ভারতের পতাকা হাতে, সেই ভিডিয়ো দেখে প্রশংসায় পঞ্চমুখ গোটা দেশ।

গত ২২ এপ্রিল পহেলগামের বৈসরণ (Baisaran) ভ্যালিতে নারকীয় হত্যাকাণ্ড চালায় জঙ্গিরা। পরপর ২৬ জন নীরিহ পর্যটককে খুন করে তারা। স্ত্রীদের পাশ থেকে স্বামীদের টেনে নিয়ে গিয়ে হত্যা করে পাকিস্তানি জঙ্গিরা। যে ছবি দেখে ভয়ে শিউরে ওঠে গোটা দেশ।

পহেলগামের বদলা নিতে অপারেশন সিদূঁর শুরু করে ভারতীয় সেনা বাহিনী (Indian Army)। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। সেই সঙ্গে ১০০-র বেশি জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে কেন্দ্রের তরফে জানানো হয়।

ভারতের মেয়েদের কপালের সিদূঁর মুছলে তার পরিণাম কী হতে পারে, তা যেন মনে রাখে পাকিস্তান এবং তাদের আশ্রিত জঙ্গিরা। এমন বার্তাও স্পষ্ট করে দিতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।