প্রতীকী ছবি (Photo Credit: Pexels)

নয়াদিল্লিঃ কিছুদিন আগেই টিন্ডার (Tinder) ডেটের ফাঁদে পড়ে লক্ষাধিক টাকার বিল (Bill) মিটিয়েছিলেন এক যুবক। পুলিশের (Police) দ্বারস্থ হয়েছিলেন তিনি। প্রকাশ্যে এসেছিল সেই ঘটনা। ফের তার কয়েক দিনের মাথায় টিন্ডার ডেটে (Tinder date) গিয়ে ৪৪ হাজার টাকা খসালেন এক ব্যাক্তি। ঘটনাটি ঘটেছে, থানেতে। একজন রেডিট ব্যবহারকারী তাঁর বন্ধুর হয়ে গোটা বিষয়টি সামনে এনেছেন। অভিযোগ, টিন্ডারে আলাপ হওয়া এক তরুণীর সঙ্গে থানের 'হোটেল দে গ্রান্ডেউর' নামক একটি রেস্তোরাঁয় গিয়েছিলেন তাঁর বন্ধু। সেখানে ১৮ টি পানীয় এবং খাবার-দাবার অর্ডার করেন তিনি। এরপরই তাঁকে ৪৪ হাজারের একটা মোটা বিল ধরানো হয়। বিল দেখে মাথায় হাত পড়ে ওই যুবকের। তিনি সোজা পুলিশে ফোন করেন। এরপর রেস্তোরাঁর তরফে ৪ হাজার টাকা ছাড় দেওয়া হয়। অর্থাৎ বিলের অঙ্ক গিয়ে দাঁড়ায় ৪০ হাজারে। এবং শেষমেশ ওই যুবককে ৪০ হাজার টাকার বিল মেটাতে বাধ্য করা হয়। কিছুদিন আগে এই একই ধরনের ঘটনা প্রকাশ্যে এসেছিল। টিন্ডারে আলাপ হওয়া এক তরুণীর সঙ্গে দেখা করতে গিয়ে পূর্ব দিল্লির 'ব্ল্যাক মিরর ক্যাফে'তে ১ লক্ষ ২১ হাজার ৯১৭ টাকার বিল মেটাতে বাধ্য করা হয় এক যুবককে। পুলিশের দ্বারস্থ হন তিনি। গ্রেফতার করা হয় ক্যাফে মালিক এবং ওই যুবকের টিন্ডার সঙ্গিনীকে। জানা যায়, একটি জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত তাঁরা। এর আগেও অনেককে ফাঁদে ফেলে টাকা হাতানোর অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। থানের এই ঘটনাতেও এই গ্যাং-এর হাত রয়েছে কি না যদিও তা এখনও স্পষ্ট নয়।

রেস্তোরাঁর বিল (ছবিঃ রেডিট)