পরিবারের সঙ্গে কথা বলতে চাইছে মুম্বইয়ে ২৬/১১ জঙ্গি হামলায় অন্যতম প্রধান অভিযুক্ত তাহাউর রানা (Tahawwur Rana)। এই নিয়ে এনআইএ বিশেষ আদালতে আবেদনও জানায় তাঁর আইনজীবী। কিন্তু জেল কর্তৃপক্ষ সেই আবেদন ফিরিয়ে দেয়। বর্তমানে তিহার জেলে বন্দি রয়েছে সে। এদিন জেল কর্তৃপক্ষ আদালতে জানায় অভিযুক্তকে ফোনের মাধ্যমে পরিবারের সঙ্গে কথা দেওয়ার অনুমতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিষয়। ফলে সেই কারণে এখনই অনুমতি দেওয়া কোনওভাবেই সম্ভব নয়। তিহার জেল কর্তৃপক্ষের এই যুক্তি মেনে নিয়ে তাহাউরের আবেদন খারিজ করেছে আদালত।
এপ্রিলে আমেরিকা থেকে ভারতে আনা হয় রানাকে
প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসে মার্কিন মুলুক থেকে প্রত্যর্পণ করে তাহাউর রানাকে নিয়ে আসে ভারতে। বর্তমানে এই মামলায় তদন্ত করছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। বর্তমানে সে তিহার জেলে বন্দি রয়েছে। এই মামলায় এনআইএ-কে সহযোগিতা করছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। আগামী ১৩ অগাস্ট এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
২৬/১১ মু্ম্বই হামলা
প্রসঙ্গত, ২৬/১১ মু্ম্বই হামলার প্রধান চক্রী ছিল তাহাউর রানা ও ডেভিড কোলম্যান হেডলি। তাঁদের নির্দেশেই মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলা চালায় আজমল কাসেভরা৷ প্রায় ৬০ ঘণ্টা ধরে চলা এই হামলায় নিহত হয়েছিলেন ১৬৬ জন৷ এই মামলায় তদন্তে নেমে এনআইএ-র হাতে উঠে আসে রানা ও হেডলির নাম।