মানুষ-খেকো লেপার্ড (Leopard) ধরলেন গ্রামবাসী। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মহারাজগঞ্জে এক মানুষ-খেকো লেপার্ডের দৌলতে আতঙ্ক ছড়ায়। বহু চেষ্টার পর অবশেষে লেপার্ডটিকে ধরেন বেশ কিছু স্থানীয় মানুষ। জানা যায়, সঞ্জয় এবং সত্যেন্দ্র নামে দুই যুবক যখন চাষের জমিতে কাজ করছিলেন, সেই সময় ওই লেপার্ডটি তাঁদের উপর হামলা চালায়। পিছন থেকে হাজির হয়ে লেপার্ডটি ঝাঁপিয়ে পড়ে। লেপার্ড ঝাঁপাতেই সঞ্জয় এবং সত্যেন্দ্র পালা নদীতে ঝাঁপ দেন। সামনের নদীতে ঝাঁপ দিয়ে ওই দুই যুবক নিজেদের প্রাণ রক্ষা করেন। সঞ্জয় এবং সত্যেন্দ্রর চিৎকারে আশপাশের মানুষজন ছুটে আসেন। এরপরই বেশ কিছু যুবক নদীতে ঝাঁপ দিয়ে মানুষ-খেকো বাঘটিকে ধরে ফেলেন। এরপর ওই বাঘটিকে কার্যত আটকে রাখেন সংশ্লিষ্ট যুবকরা। কোনওভাবে যাতে বাঘটি পালাতে না পারে, তার ব্যবস্থা করেন মহারাজগঞ্জের বেশ কিছু অদম্য সাহসী যুবক।
দেখুন মানুষ-খেকো লেপার্ড ধরা পড়ল...
UP के महराजगंज में खेत में काम कर रहे युवक संजय व सतेंद्र पर आदमखोर तेंदुए ने हमला कर दिया। जान बचाने को दोनों नदी में कूद गए। तेंदुआ भी नदी में कूदा। इस बीच ग्रामीण आ गए। कुछ साहसी युवक नदी से तेंदुआ पकड़ लाये। pic.twitter.com/DKW8jt4gUg
— TRUE STORY (@TrueStoryUP) December 4, 2024