Photo Credits: Pixabay

নয়াদিল্লি: কূটনৈতিক চ্যানেলের (Diplomatic channels) মাধ্যমে দু-দেশের জেল হেফাজতে থাকা মৎস্যজীবী (Fishermen) ও সাধারণ নাগরিকদের (Civilian prisoners) নামের তালিকার লেনদেন (Exchanged) করল নয়াদিল্লি (New Delhi) ও ইসলামাবাদ (Islamabad)। শনিবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফে প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে একথা জানানো হয়েছে।

২০০৮ সালে ভারত (India) ও পাকিস্তানের (Pakistan) মধ্যে হওয়া কনসুলার অ্যাকসেসের এগ্রিমেন্টের  (Agreement on Consular access) শর্তানুযায়ী প্রতিবছর জানুয়ারি ও জুলাই মাসের এক তারিখে দু-দেশের হেফাজতে থাকা প্রতিবেশী দেশের মৎস্যজীবী ও সাধারণ নাগরিকদের নামের তালিকার লেনদেন হয়।

শনিবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতের তরফে তাদের হেফাজতে থাকা ৩৪৩ জন সাধারণ নাগরিক ও ৭৪ জন মৎস্যজীবীর নাম প্রকাশ করা হয়েছে। যারা পাকিস্তানি নাগরিক বা পাকিস্তানের নাগরিক বলে বিশ্বাস করা হচ্ছে। একইভাবে পাকিস্তানের তরফেও তাদের হেফাজতে থাকা ৪২ জন সাধারণ নাগরিক ও ২৬৬ জন মৎস্যজীবীর নাম প্রকাশ করা হয়েছে। যারা ভারতের নাগরিক বা ভারতীয় বলে বিশ্বাস করা হচ্ছে।

এই বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে ভারত সরকারের তরফে তাড়াতাড়ি পাকিস্তানের হেফাজতে থাকা সাধারণ ভারতীয় নাগরিক, নিখোঁজ ভারতীয় প্রতিরক্ষা কর্মী এবং নৌকা-সহ মৎস্যজীবীদের ছেড়ে দেওয়ার দাবি জানানো হয়েছিল। সেই দাবি মেনে জেলের সময়সীমা পার করা চারজন সাধারণ ভারতীয় নাগরিক ও ২৫৪ মৎস্যজীবীকে ছেড়ে দেওয়ার বিষয়ে সবুজ সঙ্কেত মিলেছে। আরও পড়ুন: CTET: সি-টেট নিয়ে পাটনায় সরকারের বিরুদ্ধে বিক্ষোভে ছাত্ররা, লাঠিচার্জ পুলিশের