দুর্ঘটনাস্থলের ছবি (Photo Credits: ANI)

গুন্টুর: দরিদ্র মানুষদের (Poor) মধ্যে সংক্রান্তির উপহার (Sankranti gifts) বিতরণ (distribution) করা হচ্ছিল অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) বর্তমান বিরোধী দল তেলেগু দেশম পার্টির (Telugu Desam party) সুপ্রিমো চন্দ্রবাবু নাইডুর (N. Chandrababu Naidu) সভা (meeting) থেকে। সেখানে পদপিষ্ট (Stampede) হয়ে মৃত্যু হল তিন মহিলার। জখম হয়েছেন আরও একাধিক জন। রবিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) গুন্টুর (Guntur) জেলায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার একটি এলাকায় মকর সংক্রান্তি উপলক্ষে তেলেগু দেশম পার্টির তরফে কিছু উপহার বিতরণের ব্যবস্থা করা হয়েছিল। টিডিপির সভাপতি ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী (Former Chief Minister) এন চন্দ্রবাবু নাইডু অনুষ্ঠানের সূচনা করার পর ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পরে উপহার নেওয়ার জন্য হুড়োহুড়ি লেগে যায়। এর ফলে তিনজন মহিলার মৃত্যু হয়। জখম হয়েছেন একাধিক জন।

এদিকে এই খবর পাওয়ার পরেই শোকপ্রকাশ করে জখমদের চিকিৎসার জন্য ভালো মানের ওষুধ ব্যবহারের নির্দেশ সরকারি আধিকারিকদের দেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি (Andhra Pradesh CM YS Jagan Mohan Reddy)। পাশাপাশি মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা ও জখমদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা বলেন। অন্যদিকে চন্দ্রবাবু নাইডুও মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন।

প্রসঙ্গত উল্লেখ্য, এক সপ্তাহের কম সময়ে এই নিয়ে দ্বিতীয়বার পদপিষ্ট হয়ে মৃ্ত্যুর ঘটনা ঘটল চন্দ্রবাবু নাইডুর অনুষ্ঠানে। এর আগে গত ২৮ ডিসেম্বর নেল্লোর জেলার (Nellore district) কুন্ডুকুর শহরে (Kundukur town) চন্দ্রবাবুর রোডশোর (road show) সময় পদপিষ্ট হয়ে দুই মহিলা-সহ আটজনের মৃত্যু হয়েছিল।