জম্মু ও কাশ্মীর, ২৪ নভেম্বর: কাশ্মীরি পণ্ডিতের হয়ে ব্যবসার দেখাশোনা করা এক সেলসম্যানকে খুনের অপরাধে তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ। গত ৮ নভেম্বর খুনের ঘটনাটি ঘটে। মঙ্গলবার পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবার যোগসূত্র রয়েছে। হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুসারে ধৃতরা হল, আইজাজ আহমেদ, নাসীর আহমেদ শাহ, শওকত আহমেদ দার। ধৃতরা প্রত্যেকে পুলওয়ামার বাসিন্দা। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম ইব্রাহিম আহমেদ। তাঁর বাড়ি শ্রীনগরে (Jammu and Kashmir) বোহরি কাদাল এলাকায় গত ৮ নভেম্বর তাঁকে খুন করা হয়। কাশ্মীরি ব্যবসায়ী সন্দীপ মাওয়া ও তাঁর বাবা রোশন লাল মাওয়ার সেলস ম্যান ছিলেন তিনি। আরও পড়ুন-Coronavirus Cases In India: ৫৩৭ দিনে সর্বনিম্ন অ্য়াক্টিভ কেস, নতুন আক্রান্ত ৯,২৮৩ জন
পুলিশ মনে করছে, সন্দীপ মাওয়াকে খুন করতেই এসেছিল এই তিনজন। এই খুনের তদন্তে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে। এই খুনের ঘটনায় তিন অভিযুক্তের ভূমিকা কি, তাই খুঁজে বের করবে SIT। এর মধ্য়েই অভিযুক্তেরা পুলিশের জালে ধরা পড়েছে। এবং জেরায় নিজেদের কুকর্ম স্বীকারও করেছে। তদন্তে নেমেই পুলিশ জানতে পেরেছে তিন ধৃতের সঙ্গেলস্কর-এ-তৈবার যোগ রয়েছে। সীমান্তের ওপারে ধৃতদের হ্যান্ডলারই এই খুনের ছক কষেছিল। তার নির্দেশে খুন করেছে ওই তিনজন। ধৃতদের কাছ থেকে একটি গাড়ি, গ্রেনেড, পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। খুনের কাজে এগুলি ব্যবহার হয়েছিল।