নয়াদিল্লিঃ মাঝরাতে আচমকা এসি বিস্ফোরণ (AC Explosion)। ঘুমের মধ্যেই মৃত্যু একই পরিবারের তিনজনের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফরিদাবাদে। জানা গিয়েছে মৃতদের নাম সচিন কাপুর, স্ত্রী রিঙ্কু কাপুর ও কন্যা সুজান। শুধু তাই নয় এই ঘটনায় মৃত্যু হয়েছে তাঁদের একমাত্র আদরের পোষ্যরও। জানা গিয়েছে, এদিন নিজেদের ফ্ল্যাটে শান্তিতে ঘুমিয়েছিল কাপুর পরিবার। ওই ফ্ল্যাটেরই আর একটি ঘরে ঘুমোচ্ছিলেন সচিন ও রিঙ্কুর ছেলে। আচকমকাই দম্পতির ঘরের এসির কম্প্রেসর ফেটে বিস্ফোরণ হয়। প্রাণ বাঁচাতে জানালা দিয়ে লাফ দেন সচিনের ছেলে। তিনি প্রাণে বাঁচলেও আগুনে ঝলসে মৃত্যু হয় গোটা পরিবারের। যদিও মৃত দম্পতির ছেলের অবস্থা আশঙ্কাজনক। প্রতিবেশীরা জানান, বিকট শব্দে তাঁদের ঘুম ভাঙে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্যে হাত লাগান তাঁরা। খবর দেওয়া হয় দমকলে। দাউ দাউ করে পুড়তে শুরু করে গোটা বাড়ি। পরে দমকলের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আচমকা এসির কম্প্রেসর ফেটে আগুন, ঘুমের মধ্যে মৃত্যু কন্যা-সহ দম্পতির, প্রাণ গেল আদরের পোষ্যরও
A shocking tragedy struck Faridabad, Haryana, late on Sunday night when a powerful explosion in a split air conditioner triggered a fire that claimed the lives of three members of a family.#Faridabad #ACExplode #Death https://t.co/dZJpiKvMKH pic.twitter.com/ZJZi2YOOIe
— News18 (@CNNnews18) September 8, 2025