মিরাটে ভেঙে পড়ল বাড়ি (ছবিঃANI)

নয়াদিল্লিঃ প্রবল বৃষ্টির(Heavy Rain) জেরে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) মিরাটে(Meerut) ভেঙে পড়ল বাড়ি(Building Collapsed)। এই ঘটিনায় এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের তলায় এখনও চাপা পড়ে ৬ জন। জারি উদ্ধারকার্য। জানা গিয়েছে, শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মিরাটের জাকির কলোনিতে। বৃষ্টির মধ্যে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি বাড়ি। তাঁদের মধ্যে বেশকিছু জনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে রাত যত এগোয় একের পর এক মৃতদেহ উদ্ধার করে যৌথ বাহিনী। মোট ৩ টি মৃতদেহ উদ্ধার করা হয়। রাতভর চলে উদ্ধারকাজ।  ধ্বংসস্তূপের নীচে মোট ১৪ জন  আটকে ছিলেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। অন্যদিকে কীভাবে বাড়িটি ভেঙে পড়ল তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে প্রশাসন।

 প্রবল বৃষ্টিতে মিরাটে ভেঙে পড়ল বাড়ি