পটনা, ১৪ অগাস্ট: বিজেপি-র সঙ্গ ত্যাগ করে আরজেডি, কংগ্রেস, বামেদের মহাগঠবন্ধন সরকারের মুখ্যমন্ত্রী হয়েছেন নীতীশ কুমার। নীতীশের ডেপুটি হয়েছেন আরজেডি প্রধান তেজস্বী যাদব। এবার নীতীশ কুমারের সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ হতে চলেছে। নীতীশের নয়া মন্ত্রিসভায় কংগ্রেসের ৩জন বিধায়ক মন্ত্রী হতে চলেছেন।
মঙ্গলবার, ১৬ অগাস্ট হবে বিহার মন্ত্রিসভার সম্প্রসারণ। সেদিন কংগ্রেসের দুই বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নেবেন। তারপর আরও এক কংগ্রেস বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নেবেন। ২০২০ বিহার বিধানসভা কংগ্রেস খারাপ ফল করে, জিতেছিল মাত্র ২৩টি আসন। আরও পড়ুন-বিধানসভা নির্বাচনের আগে গুজরাটে ৬ বিধায়ক 'হাতছাড়া' হয়ে বিজেপি-র পথে
গত বুধবার মহাগঠবন্ধন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন নীতীশ কুমার। বিহারে বিজেপি বিরোধী মহাগঠবন্ধনে আছে মোট সাতটি দল- আরজেডি, জেডি (ইউ), কংগ্রেস, সিপিআই(এম), সিপিআই, সিপিআইএমএল (এল), এবং হাম। ২৪৩ আসনের বিহার বিধানসভায় মহাগঠবন্ধনের আছে মোট ১৬০ জন বিধায়ক। সেখান বিজেপি-র আছে ৬৭জন বিধায়ক।