Congress Flag. (Photo Credits: PTI)

আমেদাবাদ, ১৪ অগাস্ট: গুজরাট বিধানসভা নির্বাচনের আগে ফের ধাক্কা খেতে চলেছে কংগ্রেস। গুজরাটে কংগ্রেসের ৬জন বিধায়ক পদ্ম শিবিরে যোগ দিতে চলেছেন। কংগ্রেস নেতৃত্বের ওপর বিরক্ত হয়ে দল ছেড়ে বিজেপি-তে যোগ দিতে চলা বিধায়করা হলেন ললিত ভাসোয়া (ধোরাজি), মহেশ প্যাটেল (পালানপুর), সঞ্জয় সোলাঙ্কি (জামবুসার), চিরাগ কালারিয়া (জামযোধপুর), হর্ষদ রিবাদিয়া (ভিসাভাদার)।

বিধায়কদের দল ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়া নিয়ে গুজরাট কংগ্রেসের বক্তব্য, টিকিট দেওয়া হবে না বুঝেই শিবির বদল করলেন নেতারা। আরও পড়ুন-দেশে করোনার দৈনিক সংক্রমণ অনেকটা কমে ১৪ হাজারে, তবু স্বাধীনতা দিবসে সাবধানতা থাকছে

দেখুন টুইট

ক মাস আগেই কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দেন নরেন্দ্র মোদীর রাজ্যে হাত শিবিরের দায়িত্বে থাকা হার্দিক প্যাটেল। সব মিলিয়ে গুজরাট ভোটের আগে বেশ চাপে কংগ্রেস। যদিও গতবার বিধানসভা ভোটের মুখে কংগ্রেসের অনেক নেতাই বিজেপিতে গেলেও কংগ্রেস গুজরাটে ভাল ফল করেছিল। আগামী নভেম্বরে গুজরাটে হতে চলেছে বিধানসভা নির্বাচন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে ১৮২টি বিধানসভা আসনে ভোট হবে।

গুজরাটে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া প্রবল থাকলেও কংগ্রেসের ছন্নছাড়া অবস্থায় ঘর গোছাতে শুরু করেছে বিজেপি। তার ওপর আবার আম আদমি পার্টি ভোটে লড়ায় বিজেপি বিরোধী ভোট ভাগভাগি হওয়ার সম্ভাবনা প্রবল।