গত বৃহস্পতিবার জামশেদপুরে (Jamshedpur) উপনির্বাচনের প্রচারে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রার্থী সমরেশ সিং ওরফে গুড্ডুর ওপরে দুষ্কৃতি হামলার ঘটনা ঘটে। তাঁকে লক্ষ্য করে ছোড়া হয় তিন রাউন্ড গুলি। হামলায় গুরুতর জখম হন জেএমএম নেতা। তাঁকে তড়িঘড়ি ভর্তি করা হয় হাসপাতালে। এই ঘটনার তদন্তে নেমে শনিবার গ্রেফতার করা হয় ৩ দুষ্কৃতিকে। তাঁদের আজই আদালতে পেশ করা হয়। যদিও ধৃতরা কেন গুড্ডুর ওপর গুলি চালাল, সেই নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
ভরা বাজারে দুষ্কৃতি হামলা
জানা যাচ্ছে, গত বৃহস্পতিবার প্রচার সেরে চক্রধরপুরে বিষ্টুপুরের খাও গলি এলাকায় একটি দোকানে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলেন। সেই সময় বাইকে করে হেলমেটধারী তিন দুষ্কৃতি এসে তাঁর ওপর গুলি চালায়। এই হামলায় তাঁর কাঁধে গুলি লাগে। ঘটনার পর দুষ্কৃতিরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। জেএমএম নেতাকে তড়ঘড়ি রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আপাতত তাঁর চিকিৎসা চলছে।
এই ঘটনার তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ক্যামেরা দেখে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের থেকে উদ্ধার করা হয়েছে বন্দুকও রাজনৈতিক স্বার্থে নাকি ব্যক্তিগত শত্রুতার জেড়ে আততায়ীরা তাঁকে হামলা করেছে কিনা, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।