গত বুধবার তামিলনাড়ুর কল্লাকুরিচি (Kallakurichi) জেলায় বিষমদ পান করার ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৭ জনের। চিকিৎসা চলছে কমপক্ষে ১০০ জনের, যাদের মধ্যে গুরুতর অসুস্থ রয়েছেন ৬০ জন। শুক্রবার সকালে অসুস্থদের সঙ্গে দেখা করতে কল্লাকুরিচি মেডিকেল কলেজে যান দক্ষিণী সুপারস্টার তথা তামিলগা ভেত্রি কাজগাম দলের সভাপতি বিজয়। অসুস্থদের সঙ্গে দেখা করার পাশাপাশি তাঁদের পরিবারের সদস্য ও চিকিৎসকদের সঙ্গে তাঁদের শারীরিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেন। পাশাপাশি মৃতদের পরিবারের প্রতি দুঃখপ্রকাশ করেন তামিল সুপারস্টার।
অন্যদিকে কল্লাকুরিচিকাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তিনজনকে। তাঁদের আদালতে পেশ করা হয়। অভিযুক্তদের ১৫ দিনের বিচার বিভাগীয় হেফাজতের পাঠানোর নির্দেশ দেয় জেলা আদালত। আগামী ৫ জুলাই পর্যন্ত কুদালোর জেলে থাকবেন এই ঘটনার মূল অভিযুক্ত গোবিন্দারাজ, দামাদ্রোন এবং বিজয় নামে তিন অভিযুক্ত। পাশাপাশি এই ঘটনার তদন্ত চলবে বলে জানিয়েছে তদন্তকারী আধিকারিকরা। কারণ এই তিনজন ছাড়াও আরও অনেকে জড়িত রয়েছে, তাঁদের খোঁজে এখন জারি রয়েছে তল্লাশি।
VIDEO | Kallakurichi Hooch Tragedy: Actor and Tamilaga Vettri Kazhagam president Vijay visited Kallakurichi Medical College Hospital on Thursday to meet the victims.
(Source: Third Party)
(Full video available on PTI Videos - https://t.co/n147TvqRQz) pic.twitter.com/1y8fuQBSUx
— Press Trust of India (@PTI_News) June 21, 2024
অন্যদিকে, বৃহস্পতিবার সকাল থেকেই তামিলনাড়ু বিধানসভা উত্তাল কল্লাকুরিচি বিষমদকাণ্ড নিয়ে। এআইডিএমকের বিধায়কেরা কালো পোশাক পরে প্রতিবাদ দেখায় বিধানসভা চত্বরে। তাঁদের হটাতে বিধানসভা চত্বরে আসে পুলিশ। তুমুল বিশৃঙ্খলা দেখা যায় বিধানসভায়। এই নিয়ে বিরোধী দলনেতা তথা এআইডিএমকের সাধারণ সম্পাদক পালানীস্বামী বলেন, "কল্লাকুরিচির ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমাদের কাছে যে তথ্য এসেছে সেই তথ্য অনুযায়ী, এই ঘটনায় কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। আমরা এই নিয়ে আলোচনার জন্য বিধানসভার স্পিকারের কাছে অনুমতি চেয়েছিলাম কিন্তু তা দেওয়া হয়নি। তাহলে আমাদের বিধানসভার সদস্য হিসেবে নির্বাচিত করার কোনও কারণ নেই"।
#WATCH | Tamil Nadu: Three accused in Kallakurichi hooch tragedy sent to 15-day judicial custody and taken to Cuddalore prison.
Three accused - Govindaraj, Damadoran and Vijaya - sent to judicial custody till July 5th by district court judge Sriram. pic.twitter.com/HHw72Zc0is
— ANI (@ANI) June 21, 2024