Atiq Ahmed (Photo Credit: ANI)

গ্যাংস্টার-রাজনীতিবিদ আতিক আহমেদ ও তার ভাই আশরাফ আহমেদ খুনে অভিযুক্তের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে থাকার নির্দেশ দিল প্রয়াগরাজের আদালত। লুভলিশ তিওয়ারি, সানি এবং অরুণ মৌর্যা নামের তিনজনকে আতিক ও আশরাফ খুনে অভিযুক্ত হিসেবে ধরা হয়েছে। তিনজনেই গুলি চালিয়ে খুনের পর আত্মসমর্পণ করে। তিনজনে মিডিয়া কর্মী সেজে পুলিশের নিরাপত্তাবলয় ভেঙে ঢুকে পড়ে সরাসরি গুলি করে খুন করে আতিক আহমেদ ও তার ভাইকে।

জনপ্রিয়তা (popular), সবার কাছে পরিচিত হওয়ার জন্য গ্যাংস্টার থেকে রাজনৈতিক নেতায় পরিণত হওয়া আতিক আহমেদ (gangster-turned politician Atiq Ahmed) ও তাঁর ভাই আশরাফকে (Ashraf) খুন করেছে (kill) বলে জানায় তিন খুনি। রোমহর্ষক এই কাণ্ড ঘটানোর জন্য রীতিমতো আগে থেকে পরিকল্পনা তারা সব কিছু করেছে বলেও স্বীকার করেছে। আরও পড়ুন-ছেলের কবরের ফুল শুকানোর আগে খোঁড়া হল বাবার কবর,কাসারি-মাসারি কবরস্থানে আতিক ও আশরাফের সৎকারের প্রস্তুতি (দেখুন ভিডিও)

দেখুন টুইট

পুলিশের তরফে দায়ের করা এফআরআরে (FIR) জানানো হয়েছে জেরায় ধৃতরা জানিয়েছে, জনপ্রিয় হওয়ার জন্যই গ্যাংস্টার থেকে রাজনীতিবিদ হওয়া আতিক আহমদ ও তার ভাই আশরাফকে খুন করতে চাইত তিন শুটার। এর জন্য তারা যখনই খবর পায় আতিক ও আশরাফকে পুলিশ কাস্টডিতে নিয়ে যাওয়া হচ্ছে তখনই সাংবাদিক (journalists) সেজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ঘুরতে থাকে। তারপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী, আতিক ও তার ভাইকে খুন করে।