ঝাড়খণ্ড, রাঁচিঃ কেন্দ্রীয় মন্ত্রীকে ফোন করে খুনের হুমকি। মদ্যপ ব্যক্তি ঘটালেন সাংঘাতিক কাণ্ড। রাঁচি পুলিশ কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠকে (Sanjay Seth) ফোন করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে।
পুলিশের তরফে আজ তাককে জানানো হয়েছে, অভিযুক্ত ব্যক্তি মদ্যপ অবস্থায় মন্ত্রীকে ফোন করে খুনের হুমকি দিয়েছিলেন। তাঁকে আটক করা হয়েছে। পুলিশের একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করছে।
মদ্যপ ব্যক্তি ঘটালেন সাংঘাতিক কাণ্ড
পুলিশ আরও জানায়, কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠকে ফোন করে অভিযুক্ত ব্যক্তি হুমকির সুরে বলেন, তিনি ইতিমধ্যেই বেশ কয়েকজনকে খুন করেছেন এবং পরবর্তী খুনটা তিনি মন্ত্রীকে করবেন। গুলি করে মন্ত্রী খুন হতে পারেন বলে হুঁশিয়ারিও দেন তিনি।
হুমকি ফোন পাওয়ার পরেই প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ সময় নষ্ট না করে রাঁচি পুলিশ এবং দিল্লি পুলিশকে বিষয়টা জানান। তাৎক্ষণিকভাবে রাঁচি পুলিশ একটি তদন্তকারী দল গঠন করে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। এর পরেই অভিযুক্তের হদিস মেলে এবং তাকে আটক করা হয়।
অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ এবং তদন্তের পর পুলিশ জানিয়েছে, নেশাগ্রস্ত অবস্থায় ওই ব্যক্তির হুমকি দেওয়ার ইতিহাস রয়েছে। তবে এই প্রথমবারের মতো তিনি কোনও কেন্দ্রীয় মন্ত্রীকে ফোন করে হুমকি বা খুন করার হুঁশিয়ারি দিয়েছেন।