নয়াদিল্লি, ৮ জুলাই: গান্ধি পরিবারের সঙ্গে যুক্ত তিনটি- রাজীব গান্ধি ফাউন্ডেশন, রাজীব গান্ধি চ্যারিটেবল ট্রাস্ট এবং ইন্দিরা গান্ধি মেমোরিয়াল ট্রাস্টের আর্থিক লেনদেনের নিয়ে এবার তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই তদন্ত নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। টুইটারে মোদিকে আক্রমণ করে রাহুল গান্ধি লিখেছেন, "মি. নরেন্দ্র মোদি মনে করেন পুরো দুনিয়া তাঁর মত। তিনি কখনই বুঝবেন না, সত্যের জন্য যারা লড়াই করেন। তাঁরা কখনই এই ধরণের ঘটনায় আতঙ্কিত হবেন না।"
Mr Modi believes the world is like him. He thinks every one has a price or can be intimidated.
He will never understand that those who fight for the truth have no price and cannot be intimidated.— Rahul Gandhi (@RahulGandhi) July 8, 2020
তিনটি ট্রাস্টের বিরুদ্ধে ওঠা আয়কর এবং অনুদানের বিধি লঙ্ঘনের বিষয়ে তদন্তের জন্যে স্বরাষ্ট্রমন্ত্রক একটি আন্ত:মন্ত্রালয় কমিটি গঠন করেছে। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে টুইটে বলা হয়েছে, গান্ধি পরিবার পরিচালিত ট্রাস্টগুলো কোনওভাবে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, আয়কর আইন এবং বিদেয়সি অবদান বিষয়ক আইনগুলো লঙ্ঘন করছে কিনা সেই বিষয়গুলো তদন্তে খতিয়ে দেখা হবে।
এদিন সকালেই দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে মোদি সরকারকে তোপ দেগেছিলেন রাহুল গান্ধি। তিনি দাবি করেছিলেন, "দেশের ছোট এবং মাঝারি ব্যবসাগুলো পুরোপুরি ধুঁকছে। বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলিও গুরুতর সমস্যার সম্মুখীন।" রাহুল গান্ধি আরও দাবি করেন, "দেশের আর্থিক অব্যবস্থার জেরে কোটি কোটি পরিবার আজ ভয়ঙ্কর কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।"