রাত পোহালেই দেশজুড়ে পালিত হবে ৭৮ তম স্বাধীনতা দিবস। আর সেই উৎসবের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। এদিন তিনি লোকসভা নির্বাচন ২০২৪ থেকে শুরু করে দেশের সার্বিক উন্নয়ন নিয়ে মন্তব্য করেন। তাঁর মতে, এবারের লোকসভা নির্বাচনে ৯৭ শতাংশ যোগ্য ভোটার যোগ দিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। জাতীয় নির্বাচন কমিশন যে সুষ্ঠু ও দক্ষভাবে নির্বাচন পরিচালনা করেছে তারজন্য ধন্যবাদ প্রাপ্য। যেসব কর্মী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা তীব্র গরম ও সমস্ত প্রতিকূলতা পেরিয়ে এই নির্বাচন সম্পন্ন করিয়েছেন তাঁদের কৃতজ্ঞতা জানিয়েছেন রাষ্ট্রপতি। ভোটাররা অবাধে এই নির্বাচনে যোগ দেওয়ার কারণে গণতন্ত্র আরও শক্তিশালী হয়েছে।
একইসঙ্গে তিনি দেশের দারিদ্রতা দূরীকরণ নিয়েও মন্তব্য করেছেন। তাঁর মতে, কেন্দ্র সরকার যথেষ্ট চেষ্টা চালাচ্ছে যাতে দেশে দারিদ্রতা দূর করা যায়। সেইজন্য বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। যারা দারিদ্রতা থেকে বেরিয়ে এসেছেন তাঁরা যাতে তাঁদের পরিস্থিতি আরও উন্নত করতে পারে সেই জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। এটা সবথেকে গর্বের বিষয় যে ভারত পৃথিবীর পঞ্চম অর্থব্যবসস্থা হয়েছে। শীঘ্রই আমরা শীর্ষ অর্থব্যবস্থায় পৌঁছাবো। এই সফলতা কৃষক ও শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম, নীতি নির্ধারকদের দুর্গমী চিন্তাভাবনা, দেশের দুরদর্শী নেতৃত্বের পারদর্শিতার কারণেই সম্ভব হয়েছে।
Watch: "This year's general elections in our country saw a historic turnout with nearly 97 crore eligible voters, marking the largest electoral exercise ever undertaken by humankind. The Election Commission of India deserves congratulations for overseeing this monumental event… pic.twitter.com/VKVu2ZAi5C
— IANS (@ians_india) August 14, 2024